Kolkata

স্কুলে গরমের ছুটি আরও বাড়াল রাজ্যসরকার

সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলে গরমের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্যসরকার। ফলে ১৫ জুন খুলছে না রাজ্য সরকারি স্কুল।

রাজ্যে এবার তীব্র গরমের কারণে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হয়। ২ মে থেকেই সব স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়। যে ছুটি পড়ার কথা ছিল ১৪ মে।

২ মে গরমের ছুটি দেওয়ার সময় ঘোষণা করা হয় যে স্কুল ফের খুলবে ১৫ জুন অর্থাৎ পয়লা আষাঢ়। কিন্তু এবার সেই ছুটিও বাড়াল রাজ্যসরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

এবার গরম দীর্ঘায়ত হচ্ছে। বর্ষা প্রবেশের নাম নিচ্ছে না। বরং প্রবল ভ্যাপসা গরমে অনেকে রাস্তায় বেরিয়ে অসুস্থও হয়ে পড়ছেন।

এই পরিস্থিতির কথা মাথায় রেখে পড়ুয়াদের সুস্থ রাখতেই এই সিদ্ধান্ত। এই প্রবল অস্বস্তিকর গরম, দরদর করে ঘামে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এ থেকে ছাত্রছাত্রীদের দূরে রাখাই এই ছুটি বাড়ানোর উদ্দেশ্য।

১৫ জুন স্কুল খোলার কথা থাকলেও এখন ছুটি বাড়িয়ে ২৬ জুন পর্যন্ত করা হয়েছে। স্কুল খুলবে ২৭ জুন। এ প্রসঙ্গে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে সরকার।

প্রসঙ্গত গত রবিবারই পানিহাটিতে দণ্ড মহোৎসবে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে মৃত্যু হয় ২ জনের। বর্ষা অবশ্য আর ২-৩ দিনের মধ্যেই এসে পড়ার কথা।

বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করলে পরিবেশ অনেকটাই বদলে যাবে বলে মনে করছেন আবহবিদেরা। সেক্ষেত্রে কি ফের ছুটি কমিয়ে দেওয়া হতে পারে। এমনও প্রশ্নও উঠছে। তবে এ বিষয়ে কিছু জানা যায়নি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *