Kolkata

যশ ঠেকাতে প্রস্তুতি শুরু, বাতিল বিদ্যুৎ দফতরের ছুটি

আম্ফানে বিদ্যুৎ সরবরাহের বেহাল দশার কথা স্মৃতিতে এখনও তাজা। তাই যশ আসার আগেই সব রকম প্রস্তুতি নিচ্ছে সরকার। বাতিল হয়েছে বিদ্যুৎ দফতরের কর্মীদের ছুটি।

যশ এখনও সেভাবে বঙ্গোপসাগরে বেড়ে ওঠেনি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাসের কথা মাথায় রেখে আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিল রাজ্যসরকার।

বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এদিন যশ মোকাবিলার রূপরেখা নিয়ে একটি প্রস্তুতি বৈঠক করেন। রাজ্য বিদ্যুৎ পর্ষদ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিল সিইএসসি।

সেই বৈঠকে স্থির হয়েছে যশ-এর জেরে বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় বিদ্যুৎ দফতরের কর্মীদের যাবতীয় ছুটি বাতিল করা হল।

আম্ফানের বয়ে যাওয়ার পর বহু এলাকা বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে। অনেক জায়গায় বিদ্যুৎ ফিরতে ২-৩ দিনও লেগে যায়। যা নিয়ে বিভিন্ন এলাকায় মানুষের ক্ষোভ আছড়ে পড়েছিল।


সেই অভিজ্ঞতা মাথায় রেখে বিদ্যুৎ সরবরাহ নিয়ে আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে রাজ্যসরকার। দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে ২৫ মে থেকেই বিদ্যুৎকর্মীদের ছোট ছোট দল নজরদারি শুরু করে দিচ্ছে।

কলকাতায় যশ-এর জেরে যদি প্রবল বৃষ্টি হয়, তাহলে জল দাঁড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। তাই পাম্পিং স্টেশনগুলিকে প্রস্তুত রাখা হচ্ছে।

কলকাতার মানুষ যাতে কোনও সমস্যায় না পড়েন সেদিকে নজর রাখতে আগে থেকেই প্রস্তুতি বৈঠক শুরু হয়েছে পুরসভায়।

Show Full Article
Back to top button