National

‘যশ’-এর প্রভাবে কবে থেকে বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর

একটি নিম্নচাপের আকার নিচ্ছে ঘূর্ণিঝড় ‘যশ’। এরপর তা ঘূর্ণিঝড়ের চেহারা নেবে। এর জেরে কবে থেকে শুরু হবে বৃষ্টি তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

আন্দামান সাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে শনিবার থেকেই নিজের শক্তিবৃদ্ধি শুরু করবে ঘূর্ণিঝড় যশ। যা একটি শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে উঠতে ৩ দিনের মত সময় নেবে।

তারপর তা ক্রমশ সাগরের পথে এগোবে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। যা গতিপ্রকৃতি তাতে আবহাওয়া দফতরের ধারণা যশ স্থলভাগে আছড়ে পড়তে পারে আগামী ২৬ মে সকালে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

তবে ২৬ মে আছড়ে পড়লেও তার জেরে বৃষ্টি আগেই শুরু হয়ে যাবে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, যশ-এর প্রভাবে ২৫ মে থেকেই রাজ্যের উপকূলীয় এলাকায় বৃষ্টি শুরু হয়ে যাবে। প্রথমে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি শুরু হবে। তারপর ক্রমশ বৃষ্টির তেজ বাড়বে।

যত সময় যাবে ততই উপকূল ছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষণ শুরু হবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ফলে যা পরিস্থিতি তাতে আগামী সপ্তাহের প্রথম থেকেই রাজ্যের দক্ষিণ ভাগে বৃষ্টি শুরু হয়ে যাবে।

এই পরিস্থিতিতে দ্রুত সতর্কতা নিতে শুরু করেছে সব দফতর। ইতিমধ্যেই মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে। আম্ফানের ধাক্কাই এখনও পুরোপুরি সামলে ওঠা সম্ভব হয়নি। তার আগেই এ বছর সেই প্রায় একই সময় চোখ রাঙাচ্ছে যশ।

Show More