Kolkata

দোকানপাট খোলা নিয়ে নির্দেশ আরও স্পষ্ট করল রাজ্যসরকার

করোনা রুখতে দোকানপাট খোলা নিয়ে গত শুক্রবারই কড়াকড়ি নির্দেশ দিয়েছিল রাজ্যসরকার। শনিবার নির্দেশিকার খুঁটিনাটি আরও স্পষ্ট করে দিল নবান্ন।

গত শুক্রবারই নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয় যে রাজ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস ও ওষুধের দোকান ছাড়া বাকি সব দোকানবাজার সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত খোলা থাকবে। আবার বিকেল ৩টে থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে। বাকি সময় সব বন্ধ রাখতে হবে।

এছাড়া শপিং মল, সিনেমা হল, রেস্তোরাঁ, বিউটি পার্লার, জিম, বার, খেলার মাঠ, সাঁতার সবই বন্ধ রাখার নির্দেশ জারি হয়। কিন্তু শনিবার সকালে অনেক দোকানই বুঝে উঠতে পারছিল না তারা সারাদিন খোলা না নিয়ন্ত্রিত সময়ের অধীনে পড়ছে।

সাধারণ মানুষও বুঝে উঠতে পারছিলেননা কোন দোকান তাঁরা সারাদিন খোলা পাবেন। সেসব শনিবার বিকেলে স্পষ্ট করে দিল নবান্ন।

নবান্ন থেকে নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যে মুদির দোকান, মাংসের দোকান, দুধ সরবরাহের দোকান, মিষ্টির দোকান, বৈদ্যুতিক জিনিসপত্রের দোকান, ফোনের দোকান, যানবাহনের যন্ত্রাংশের দোকান খোলা থাকবে সারাদিনই।

এর সঙ্গে ওষুধের দোকান তো আছেই। এছাড়া কিন্তু সব দোকানপাটই সকালে ৩ ঘণ্টা ও বিকেলে ২ ঘণ্টা খোলা যাবে।

এদিনের নির্দেশিকায় বিয়েবাড়ি বা অন্য অনুষ্ঠান করার ওপরও নিয়ন্ত্রণ বিধি আরোপ করা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে ৫০ জনের বেশি মানুষ নিয়ে অনুষ্ঠান করা যাবেনা। মানতে হবে সব ধরনের করোনাবিধি।

Show More