National

ভোটগণনার কাজে যাবেননা জানিয়ে দিলেন শিক্ষকরা

ভোটগণনায় তারা উপস্থিত থাকবে না। একথা স্পষ্ট করে জানিয়ে দিল শিক্ষক সংগঠন। এর আগে তারা সুপ্রিম কোর্টেও ভোটগণনা স্থগিত করা নিয়ে আবেদন জানিয়েছিল।

হুহু করে বাড়ছে সংক্রমণ। মানুষের মৃত্যু হয়েই চলেছে। ভিড়ে সংক্রমণের ভয় বেশি। এই অবস্থায় তারা ভোট গণনার কাজে অংশ নিতে পারবেনা। একথা এবার স্পষ্ট করে জানিয়ে দিলেন উত্তরপ্রদেশের শিক্ষক সংগঠন। একথা তারা নির্বাচন কমিশনের কাছে জানিয়ে দিয়েছে।

উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনের ভোটগণনা হওয়ার কথা। যেখানে নিয়ম মেনেই সরকারি কর্মীদের ভোটগণনার কাজে লাগায় নির্বাচন কমিশন। ঠিক যেমনভাবে সরকারি কর্মচারিদের ভোটের ডিউটিতে যেতে হয়।

উত্তরপ্রদেশের শিক্ষক সংগঠন আগে সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছিল। এবার তারা স্পষ্ট করে জানিয়ে দিল তারা এই করোনা পরিস্থিতিতে ভোটগণনার কাজ করতে পারবেনা।

এদিকে এই পরিস্থিতিতে চাপে পড়েছে কমিশন। চিঠি দিয়ে একথা জানানোর সময় শিক্ষক সংগঠনের তরফে একথা জানানো হয়েছে আপাতত যেন কমিশন ভোটগণনা স্থগিত রাখে। আর তার পরেও যদি জোর করে ভোটগণনার চেষ্টা হয় তাহলে তারা গণনা বয়কট করবে।


শিক্ষক সংগঠনের তরফে এও দাবি করা হয়েছে যে তাদের ভোটের প্রশিক্ষণ পর্ব থেকে তাদের ভোটগ্রহণ কেন্দ্রে যাওয়া ও ভোটগ্রহণ করানো পর্যন্ত কোথাও নির্বাচন কমিশন করোনা বিধি মানেনি।

ভোট করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে তাদের ৭০৬ জন সহকর্মীর মৃত্যু হয়েছে বলেও সংগঠনের তরফে দাবি করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article
Back to top button