Kolkata

রাজ্যে লকডাউনের দিন পরিবর্তন করল রাজ্যসরকার

মুখ্যমন্ত্রীর ঘোষণা করা লকডাউনের দিনগুলিতে পরিবর্তন করল রাজ্যসরকার। মঙ্গলবার রাতে নতুন দিনপঞ্জি জানায় রাজ্যের স্বরাষ্ট্র দফতর।

কলকাতা : এ সপ্তাহের বুধবার লকডাউন আগেই ঘোষণা হয়েছিল। কিন্তু সপ্তাহে তো ২ দিন লকডাউন হওয়ার কথা! দ্বিতীয় দিনটা এ সপ্তাহে কবে হবে তা ঘোষণা করার কথা ছিল সোমবার। কিন্তু মঙ্গলবার বৈঠকের পর তা জানানো হবে বলে জানা যায়। মঙ্গলবার সেই বৈঠকের পর এদিন মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন রাজ্যে কবে কবে লকডাউন থাকবে, আর কবে থাকবে না।

মুখ্যমন্ত্রী এদিন নবান্নে উচ্চপর্যায়ের বৈঠকের পর লকডাউন কবে কবে হবে তা পরিস্কার করে জানিয়ে দেন। তিনি জানান, সাধারণভাবে প্রতি শনি ও রবিবার লকডাউন করার কথা ভাবা হয়েছে। তবে এরমধ্যে ২টি শনিবার তা সম্ভব হচ্ছেনা বলে জানান মুখ্যমন্ত্রী। একটি শনিবার ইদ পড়েছে। অন্যদিকে স্বাধীনতা দিবস। তাই ওই ২ শনিবারের বদলে অন্যদিন স্থির হয়। তবে রাত গড়াতেই সেই তালিকায় এল পরিবর্তন। রাজ্যসরকারের স্বরাষ্ট্র দফতরের তরফে ট্যুইট করে জানানো হল পরিবর্তিত দিনের সূচি।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

পুরো অগাস্ট জুড়ে যে সূচি মুখ্যমন্ত্রী দেন তা অনুযায়ী, বুধবার ২৯ জুলাই লকডাউনের পর লকডাউন হওয়ার কথা ছিল রবিবার ২ অগাস্ট। কারণ শনিবার বকরিদ আছে। আবার শনিবারের জায়গায় সোমবারও সম্ভব নয়। কারণ ওইদিন রাখিবন্ধন উৎসব। তাই তারপর লকডাউন বুধবার ৫ অগাস্ট। তারপর ৮ ও ৯ অগাস্ট শনি ও রবিবার লকডাউনের কথা জানানো হয়। তারপর একদম পরের রবিবার ১৬ অগাস্ট লকডাউন। কারণ শনিবার স্বাধীনতা দিবস। রবির পর সোমবার ১৭ অগাস্টও তাই লকডাউন। তারপর ২২ ও ২৩ অগাস্ট লকডাউন। ওই ২ দিন শনি ও রবিবার। তারপর আবার লকডাউন ৩১ অগাস্ট। ৩০ অগাস্ট মহরম থাকায় ওইদিন লকডাউন হচ্ছেনা। হচ্ছেনা তার আগের দিনেও।

এদিন রাতে এই তালিকা রাজ্যসরকারের স্বরাষ্ট্র দফতর পরিবর্তন করে ট্যুইট করে জানায় পূর্ব ঘোষণা মত অগাস্টের ২ তারিখ ও ৯ তারিখ লকডাউন হবে না। ট্যুইটে এও জানানো হয় যে রাজ্যব্যাপী লকডাউনের ঘোষণার পর সরকারের কাছে বিভিন্ন মহল থেকে অনুরোধ আসে যেন বিশেষ কিছু দিনে লকডাউন বলবৎ না করা হয়। দিনগুলি উৎসব অনুষ্ঠানের আশপাশে হওয়ায় ওই দিনগুলিতে লকডাউন না করার জন্য রাজ্যসরকারকে অনুরোধ করা হয় বলে জানিয়েছে স্বরাষ্ট্র দফতর। তারা ট্যুইট করে আরও জানিয়েছে যে জনসাধারণের ভাবাবেগকে মর্যাদা দিয়ে আগামী ২ ও ৯ অগাস্ট রাজ্যে লকডাউনের ঘোষণাকে প্রত্যাহার করা হল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *