
যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উদ্বেগ ছড়াল গরফায়। রবিবার সকালে গরফার যাদবগড় এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় অভিজিৎ সান্যাল নামে এক যুবকের দেহ। ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘরে ১টি সুইসাইড নোটও পেয়েছে পুলিশ। তা থাকে পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন অভিজিৎবাবু। সেই অবসাদ থেকেই আত্মহত্যার পথ বেছে নেন তিনি। যদিও ময়না তদন্তের পরেই পরিস্কার হবে কিভাবে অভিজিৎবাবুর মৃত্যু হল। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের মহিষাদলেও এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। হৃষীকেশ দোলাই নামে ওই ছাত্রের পরিবারের অভিযোগ তাঁদের ছেলে আত্মহত্যা করেনি। তাঁকে খুন করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।