National

৩০ সেপ্টেম্বরের মধ্যে লুকোনো সম্পত্তি জানান : প্রধানমন্ত্রী

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিজেদের লুকোনো সম্পত্তি প্রকাশ্যে আনার অনুরোধ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সুযোগ হাতছাড়া না করতেই অনুরোধ করেছেন তিনি। পরামর্শের সুরেই প্রধানমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আয় ও সম্পত্তির যাবতীয় খতিয়ান সামনে আনলে যদি শান্তি বিঘ্নিত না হয় তবে সেটাই ভাল নয় কী? এদিন রেডিও-য় তাঁর মাসিক বিশেষ অনুষ্ঠান ‘মন কি বাত’-এ একথা জানান প্রধানমন্ত্রী। তবে তাঁর এই অনুরোধকে আদপে কেন্দ্রের তরফে চূড়ান্ত হুঁশিয়ারি হিসাবেই দেখছেন অনেকে। আয়কর দফতর এর আগেই লুকোনো সম্পত্তি প্রকাশ্যে আনার জন্য ৩০ সেপ্টেম্বর অবধি সময় দিয়েছে ভারতীয় নাগরিকদের। এই সময়ের মধ্যে লুকোনো সম্পত্তি সামনে আনলে বেশ কিছু বিশেষ ছাড়েরও হাতছানিও সামনে রেখেছে আয়কর দফতর। এরপর প্রধানমন্ত্রীর তরফে এমন এক বার্তাকে শেষ সুযোগ হিসাবেই দেখছেন সকলে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *