Kolkata

শুরু হয়ে গেল লকডাউন

রাজ্যের সব কন্টেনমেন্ট জোনে লকডাউন শুরু হয়ে গেল। আপাতত আগামী ৭ দিন কড়া লকডাউনেই থাকতে হবে বাসিন্দাদের।

কলকাতা : ঘড়িতে বিকেল ৫টা বাজতেই শুরু হয়ে গেল লকডাউন। রাজ্যের সব কন্টেনমেন্ট জোনে লকডাউন। আনলক পর্বে সব মোটামুটি খুলে যাওয়ার পর মাত্র ২ দিনের নোটিসে এমন একটা লকডাউনের জন্য তৈরি ছিলেন না অনেকেই। মঙ্গলবারই সরকারের তরফে ঘোষণা হয় রাজ্যে যেভাবে করোনা ছড়াচ্ছে তাতে আরও একটা লকডাউনের দরকার রয়েছে। লকডাউন হবে কন্টেনমেন্ট জোনগুলিতে। শোনার পরই নিজেরা কন্টেনমেন্ট জোনে থাকতে পারেন মনে করে শুরু হয় দোকানে দোকানে ভিড় করা।

লকডাউন ঘোষণা হওয়ার পর অনেকেই পরিস্কার ছিলেন না নতুন যে তালিকা অনুযায়ী লকডাউন হবে তাতে তাঁরা থাকছেন কিনা। গত বুধবার দিনভর তা নিয়ে চাপানউতোর চলে। কলকাতায় শোনা যাচ্ছিল ৩৩টি হতে পারে কন্টেনমেন্ট জোন। চূড়ান্ত তালিকায় দেখা যায় ২৫টি রয়েছে। উত্তর ২৪ পরগনায় শোনা যাচ্ছিল ২১৯টি কন্টেনমেন্ট জোন। কিন্তু বাস্তবে চূড়ান্ত তালিকায় রয়েছে ৯৪টি। ফলে অনেকেই রাতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যে তাঁদের এলাকা কন্টেনমেন্ট জোন নয়। উল্টোটাও হয়েছে। অনেকে দেখেছেন তাঁরা কন্টেনমেন্ট জোনের মধ্যে পড়ছেন।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বিকেল ৫টা থেকে চালু হওয়া এই লকডাউন অবশ্য যথেষ্ট কড়া হবে বলে প্রশাসনের তরফে পরিস্কার করে দেওয়া হয়েছে। পুলিশি নজরদারিও থাকবে। আর তা বিকেল ৫টা বাজতেই নজরে পড়েছে। রাজ্য জুড়েই কন্টেনমেন্ট জোনে পুলিশি প্রহরা ছিল নজরকাড়া। কন্টেনমেন্ট জোনে কোনও সরকারি, বেসরকারি অফিস খোলা থাকছে না। দোকানপাটও বন্ধ। নির্দিষ্ট কয়েকটি দোকান বাদ দিয়ে। বাজারও বন্ধ থাকছে। গাড়ি চলাচলও বন্ধ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *