Kolkata

করোনার জেরে দরজা বন্ধ যাদুঘর, ভিক্টোরিয়ার

করোনার জেরে সবই এখন বন্ধ হওয়ার জোগাড় হয়েছে। সতর্কতা মূলক পথ হিসাবে এটাই সঠিক পথ বলে পরামর্শ দিয়েছে প্রশাসন। করোনা ঠেকাতে প্রশাসনের বক্তব্যকে গুরুত্ব দেওয়া উচিত বলেও মনে করছেন সকলে। করোনা থেকে বাঁচতে তাই সরকারের দেওয়া পরামর্শ মেনেই সকলে চলতে চাইছেন। বিশেষজ্ঞরাও সেটাই উচিত বলে পরামর্শ দিচ্ছেন। করোনার জেরে স্কুল, কলেজ তো বন্ধ করেছে সরকার। এবার বন্ধ হল যাদুঘর, ভিক্টোরিয়ার মত কলকাতার প্রাণকেন্দ্রের দর্শনীয় স্থানগুলি।

যাদুঘর, ভিক্টোরিয়া বলেই নয়, আস্তে আস্তে সারা দেশেরই বিভিন্ন জায়গায় দর্শক প্রবেশ নিষেধ হচ্ছে। অনেক জায়গায় ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রগুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এদিকে নিক্কো পার্কের মত ফান পার্কে দর্শক প্রবেশ হলেও ঢুকতে গেলে হ্যান্ড স্যানিটাইজারে হাত সাফ করানো হচ্ছে দর্শকদের। এছাড়া কোনও রাইডে চড়লে তাও মুছে ফেলছেন পার্কের কর্মীরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

করোনায় আক্রান্তের সংখ্যা ভারতে ১০৭ ছাড়িয়েছে। একদিনে ২৩ জন আক্রান্ত হয়েছেন করোনায়। যারমধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বাধিক। সারা বিশ্বেও ক্রমশ ছড়াচ্ছে করোনা। বিশ্বের ১৪৯টি দেশে করোনা থাবা বসিয়েছে। মৃতের সংখ্যা বেড়েই চলেছে। আক্রান্তের সংখ্যাও। ইউরোপের দেশগুলি প্রায় সুনসান চেহারা নিয়েছে। ইতালির অবস্থা সবচেয়ে খারাপ। তারপরই খারাপ অবস্থা স্পেন ও ফ্রান্সের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *