স্কুলের একাংশ ভেঙে মৃত্যু হল ১ জনের। আহত ২ জন। শুক্রবার ঘটনাটি ঘটেছে পিকনিক গার্ডেনের বন্ডেল বাজার এলাকায়। বন্ডেল বাজারের কাছেই এই দোতলা স্কুলে তখন সবে শুরু হয়েছে ক্লাস। তখনই আচমকা স্কুলের একাংশ ভেঙে পড়ে। ভাঙা ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে যান ৩ জন। এঁদের মধ্যে ২ জন স্থানীয় বাসিন্দা ও ১ জন নির্মাণকর্মী। ৩ জনকেই আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান হয়। পরে এঁদের মধ্যে ১ জনের মৃত্যু হয়। এদিকে ঘটনার পরই সেখানে হাজির হয় বিপর্যয় মোকাবিলা দফতরের একটি দল। উদ্ধারকাজে হাত লাগায় তারা।
Leave a Reply