Kolkata

বর্ষা এল বঙ্গে

অপেক্ষা শেষ। অবশেষে বর্ষা ঢুকল গোটা রাজ্যে। গত সপ্তাহে উত্তরবঙ্গে প্রবেশ করে বর্ষা। কিন্তু দক্ষিণবঙ্গ তখনও অপেক্ষায়। সেই অপেক্ষা শেষ হল দোসরা আষাঢ়। আবহাওয়া দফতর জানিয়েছে গোটা রাজ্যেই এদিন প্রবেশ করেছে মৌসুমী বায়ু। রাজ্যে বর্ষা ঢোকার সময় ৮ থোকে ১০ জুনের মধ্যে। এবার সেই বর্ষা ঢুকতে আরও কিছুটা সময় লাগবে বলে আগেই জানিয়েছিল হাওয়া অফিস। সেটাই সঠিক প্রমাণিত হল। রাজ্যে বর্ষা ঢুকল সাতদিন পর। দেরিতে ঢুকলেও এবার বর্ষা স্বাভাবিক মাত্রায় হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। এদিকে কলকাতায় দুদিন আগে থেকেই শুরু হয়েছিল প্রাক বর্ষার বৃষ্টি। শুক্রবারও দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে শহরে। কখনও আকাশ মেঘে ছেয়েছে। আবার কখনও ঝলমলে রোদে গরম বেড়েছে। এদিকে এবছর দেশে অতিবৃষ্টির পূর্বাভাস দিয়েছে দিল্লির মৌসম ভবন। কিন্তু সেই অতিবৃষ্টি দেশের পশ্চিম ও উত্তরাঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য। পূর্ব ও উত্তরপূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বর্ষা হবে স্বাভাবিক বা তার থেকে সামান্য কম।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button