ফের শহরের বুকে চলল গুলি। একবার নয় দু’বার। এদিন দুপুরে দুই দুষ্কৃতীদলের সংঘর্ষের সময় গুলিতে জখম হয় আসলম নামে এক যুবক। তার পায়ে গুলি লাগে। আসলমকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে এন্টালির বিবি বাগান এলাকায়। ভর দুপুরে জনবহুল এলাকায় গুলি চলার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দুষ্কৃতীদের ফেলে যাওয়া একটি বাইকে আগুন ধরিয়ে দেন তাঁরা। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার পর সেখানে হাজির হন কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখার আধিকারিকরা। এলাকায় পুলিশ প্রহরা বসে, ক্ষুব্ধ জনতাকে সামাল দিতে নামে ব়্যাফ। এর কিছুক্ষণ পর অবস্থা শান্ত হলেও ফের বিকেলে অশান্তি ছড়ায়। এবার গুলি চলে এন্টালির গোবিন্দ খটিক রোডের মতিঝিল এলাকায়। গুলিতে আহত হয় আর এক যুবক। ফের গুলি চলায় এন্টালি এলাকায় উত্তেজনা ছড়ায়।