Kolkata

আমন্ত্রণ পাঠাল সরকার, বিকেল ৩টেয় নবান্নে বৈঠক

জুনিয়র ডাক্তাররা যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রস্তুত সে কথা রবিবারই জানিয়েছিলেন তাঁরা। এমনকি নিজেদের অবস্থান থেকে সরে মুখ্যমন্ত্রীকে এনআরএস হাসপাতালেই এসে দেখা করতে হবে এই জিদ থেকেও সরে আসেন তাঁরা। তবে শর্ত দেন বৈঠক কোনও বন্ধ ঘরে হবে না। সংবাদমাধ্যমের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর যখন সকলেই ধরে নিয়েছেন সোমবার বৈঠক নিশ্চিত, ঠিক তখন সোমবার সকালে এনআরএস-এর বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা জানান তাঁরা রাজ্য সরকারের তরফে কোনও আমন্ত্রণ পাননি। ফলে শুরু হয় স্বাস্থ্য দফতর থেকে আমন্ত্রণ পাঠানোর তোরজোড়। সেই আমন্ত্রণ তাঁদের কাছে পৌঁছয় দুপুরে। তারপরই নবান্নে বৈঠক স্থির হয়।

নবান্নে বিকেল ৩টের সময় বৈঠক হওয়ার কথা। একটু আগেই জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদলকে সেখানে হাজির হতে অনুরোধ করা হয়েছে। এখন এখান থেকে রফা সূত্র বার হয়ে স্বাস্থ্য পরিষেবা ফের চালু হলে তা রাজ্যের পক্ষে মঙ্গলের বলেই মনে করছেন সকলে। এদিকে এদিনও সকালে থেকে হাসপাতালগুলিতে পরিষেবা ব্যাহত হয়েছে। কিছু জায়গায় কালো ব্যাজ পড়ে রোগী দেখেছেন ডাক্তাররা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দেশ জুড়েও সোমবার চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে। আইএমএ-র ডাকা কর্মবিরতির জেরে সর্বত্র হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন রোগীরা। এনআরএস কাণ্ডের প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। বিভিন্ন রাজ্যেই ডাক্তাররা এই আন্দোলনে সামিল হয়েছেন। ওপিডি-তে রোগী দেখা বন্ধ রয়েছে অধিকাংশ জায়গায়। তবে জরুরি পরিষেবা চালু রয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *