Kolkata

রাত পোহালেই মাধ্যমিকের ফল, কীভাবে জানবেন রেজাল্ট

প্রায় ১০ লক্ষ ৬৬ হাজার পরীক্ষার্থীর জীবনের প্রথম বড় পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে আগামী মঙ্গলবার। পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিন পর বার হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। জীবনে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। সেসব পরীক্ষার ভাল ফলের ওপর অনেকটা নির্ভর করে পছন্দের পড়াশোনা করে ভবিষ্যৎ গড়ার। কিন্তু মাধ্যমিকের রেজাল্টের একটা অন্যই মাত্রা রয়েছে। হয়ত জীবনের প্রথম পরীক্ষা বলেই। পরীক্ষার্থীরা তো বটেই এমনকি সাধারণ মানুষের মধ্যেও মাধ্যমিকের ফল নিয়ে একটা আলাদা কৌতূহল থাকে।

মঙ্গলবার বেলা ১০টা থেকেই ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। এজন্য প্রধান ভরসা অবশ্যই ইন্টারনেট অথবা এসএমএস। ইন্টারনেটে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট wbbse.org-এ ফল জানা যাবে। এছাড়া examresults.net, exametc.com-এর মত সাইটগুলো থেকেও ফলাফল জানতে পারবে ছাত্রছাত্রীরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এসএমএস-এর মাধ্যমেও ফলাফল জানার সুবিধা রয়েছে। সেক্ষেত্রে WB লিখে রোল নম্বরটা দিয়ে পাঠিয়ে দিতে হবে ৫৬২৬৩ অথবা ৫৪২৪২ নম্বরে। এখন শুধু রাত পার হওয়ার জন্য দুরুদুরু বুকে অপেক্ষা। তারপরই পরিস্কার হয়ে যাবে মাধ্যমিকে কে কি ফল করল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *