National

শরিক দলের মন্ত্রী-বিধায়কদের সরিয়ে দিল উত্তরপ্রদেশ সরকার

২০১৭ সালে যখন উত্তরপ্রদেশে বিজেপি সরকার গঠন করে তখন তাদের অন্যতম শরিক দল ছিল সুহেলদেব ভারতীয় জনতা পার্টি। কিন্তু বেশ কিছুদিন ধরেই যোগী আদিত্যনাথ সরকারের সঙ্গে সুহেলদেব ভারতীয় জনতা পার্টির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ওম প্রকাশ রাজভরের খটাখটি চলছিল। লোকসভা নির্বাচনে সুহেলদেব ভারতীয় জনতা পার্টি বিজেপির হয়ে উত্তরপ্রদেশে প্রচারও করেনি। ফলে রাজ্যের বিজেপি সরকার ক্ষুব্ধ ছিলই। কিন্তু ভোট চলাকালীন তারা কোনও পদক্ষেপ করতে চায়নি।

তারমধ্যে ভোটের মধ্যে উল্টো সুরে গাইতে শুরু করেন ওম প্রকাশ রাজভর। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে সপা-বসপা জোট দারুণ ফল করবে বলে প্রকাশ্যেই বলতে শুরু করেন তিনি। এমনকি শেষ দফার ভোট পর্যন্তও বিজেপি সরকারের বিরুদ্ধেই কথা বলেন তিনি। সোমবার তার পাল্টা পদক্ষেপ করল যোগী আদিত্যনাথ সরকার। তাদের শরিক দল সুহেলদেব ভারতীয় জনতা পার্টিকে কার্যত ছেঁটে ফেলল তারা। সোমবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সুপারিশেই ওম প্রকাশ রাজভরকে তাঁর মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেন রাজ্যপাল রাম নায়েক। রাজভরের সঙ্গে সুহেলদেব ভারতীয় জনতা পার্টি-র অন্য ৫ বিধায়ককেও সরানো হয়। ফলে উত্তরপ্রদেশ সরকারের শরিক দল হিসাবে সুহেলদেব ভারতীয় জনতা পার্টি আর রইল না।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

ওম প্রকাশ রাজভর অবশ্য সোমবার খবর পাওয়ার পর জানান, তিনি এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। আগামী দিনে তিনি বিজেপির বিরুদ্ধে প্রচার করবেন। তাঁর দাবি, বিজেপি দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির জন্য কিছু করেনি, করবেও না। তারই প্রচার তিনি করবেন।

ওম প্রকাশ দাবি করেন, ভোটের মধ্যেও তাঁকে সরাতে পারত উত্তরপ্রদেশ সরকার। কিন্তু তাতে তাদের ওবিসি ভোটব্যাঙ্ক কিছুটা ধাক্কা খেতে পারত। তবে ভোট এখানেই শেষ নয়। আগামী দিনে আরও ভোট হবে। এদিকে বিজেপির দাবি, রাজভর টানা বিজেপির বিরুদ্ধে কুৎসা করছিলেন। তবে রাজভর জনগোষ্ঠী থেকেই অনিল রাজভরকে তারা জিতিয়ে আনতে পারবে বলে দাবি করেছে উত্তরপ্রদেশ বিজেপি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *