Kolkata
শহরবাসীর জন্য সুখবর পুরসভার

ফ্ল্যাটের করের ক্ষেত্রে শহরবাসীর জন্য সুখবর শোনাল কলকাতা পুরসভা। সিদ্ধান্ত আগেই হয়েছিল। এদিন মেয়র পারিষদের বৈঠকে সেই সিদ্ধান্তে কার্যত সিলমোহর পড়ল। এবার থেকে ফ্ল্যাট মালিককে আর সুপারবিল্ট এরিয়ার ওপর কর দিতে হবে না। দিতে হবে শুধু কার্পেট এরিয়ার ওপর কর। ফ্ল্যাটের মধ্যের যে অংশে মানুষ থাকেন সেটাই হল কার্পেট এরিয়া। আর সিঁড়ি, প্যাসেজ ইত্যাদি নিয়ে হয় সুপার বিল্ট এরিয়া। এতদিন সুপার বিল্টের ওপরও কর ধার্য করত পুরসভা। কিন্তু আগামী দিনে তা হবে না বলে আগেই জানিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। অন্যদিকে বিলাসবহুল আবাসন অর্থাৎ যেসব অভিজাত আবাসনে সুইমিং পুল, ব্যাংকোয়েট হল, মাল্টিজিম-এর মত সুবিধা থাকে সেখানে আবাসনের ওপর বাড়তি কর আরোপ করা হবে। তবে সেই করের বোঝা সব ফ্ল্যাট মালিকের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে।