World

হিজবুল জঙ্গিকে ‘শহিদ’ তকমা দিল পাকিস্তান

কাশ্মীর ইস্যুতে ফের উস্কানিমুলক মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শুক্রবার হিজবুল জঙ্গি বুরহান ওয়ানিকে শহিদ বলে ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী। আগামী ১৯ জুলাই কাশ্মীরের মানুষের পাশে থাকার বার্তা দিতে কালো দিন বা ব্ল্যাক ডে পালন করারও ডাক দিয়েছেন শরিফ। এদিন লাহোরে কাশ্মীর ইস্যুতে একটি ক্যাবিনেট বৈঠকে অংশ নিয়ে পাক প্রধানমন্ত্রী কাশ্মীরের মানুষের লড়াইকে স্বাধীনতার লড়াই চিহ্নিত করেন। পাক সরকার কাশ্মীরের বাসিন্দাদের নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখবে বলেও নিশ্চিন্ত করেছেন তিনি। এদিকে নওয়াজ শরিফের এই বক্তব্যকে কড়া ভাষায় আক্রমণ করেছে ভারতের বিদেশমন্ত্রক। তাদের তরফে সাফ জানান হয়েছে শরিফের এদিনের বক্তব্য থেকেই পরিস্কার পাকিস্তান কাদের প্রতি সহানুভূতিশীল। গত বৃহস্পতিবারই রাষ্ট্রসংঘে ভারতের রাষ্ট্রদূত সৈয়দ আকবরউদ্দিন বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানকে তুলোধোনা করেন। পাকিস্তান সন্ত্রাসবাদকে রাষ্ট্রনীতি হিসাবে ব্যবহার করছে বলে দাবি করেন তিনি। বিশ্বের ওয়ান্টেড জঙ্গিদের নিশ্চিন্ত আশ্রয় দেওয়ার জন্য পাক সরকার তাদের ভূখণ্ডকে ব্যবহার করছে বলেও দাবি করেন আকবরউদ্দিন। এদিন পাকিস্তান তারই পাল্টা দেওয়ার চেষ্টা করল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *