কোহিনূর নিয়ে কেন্দ্রের অবস্থানের বিরুদ্ধে খোলাখুলি তোপ দাগলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর দাবি, কোহিনূর ব্রিটিশদের কেউ উপহার দেননি। হিরেটি গুন্টুরের খনি থেকে পাওয়ার পর তা ছিল ওয়ারাঙ্গলের শাসক কাকাটিয়া রাজবংশের জিম্মায়। পরে সেটি মুঘলরা দখল করে ময়ূর সিংহাসনে লাগায়। মুঘল সাম্রাজ্যের পতনের পর কোহিনূর হাত ঘুরে পৌঁছয় মহারাজা রণজিৎ সিংয়ের কাছে। তখন তিনি মৃত্যুশয্যায়। তিনি লিখিতপড়িতভাবে হিরেটিকে পুরীর জগন্নাথ মন্দিরে দান করে যান। স্বামীর দাবি, এটাই ইতিহাস। কোহিনূর কোনও দিন ব্রিটিশদের উপহার দেওয়া হয়নি। এই ইতিহাস খোদ ব্রিটেনেই ভারতীয় হাইকমিশনে রাখা একটি বইতে লেখা রয়েছে। ‘এক্সিল’ নামে বইটিতে সবকিছু লেখা রয়েছে এবং তা কেন্দ্রকে পড়ে দেখার পরামর্শ দিয়েছেন স্বামী। তাহলে কী হিরেটি ব্রিটিশদের উপহার দেওয়ার তত্ত্ব ভুয়ো? তারও উত্তর দিয়েছেন বিজেপি সাংসদ। স্বামী জানিয়েছেন, মহারাজা রণজিৎ সিংয়ের ১৩ বছরের ছেলে দিলীপ সিংয়ের এক ব্রিটিশ শিক্ষক ছিলেন। কিশোর দিলীপ সিং যখন ব্রিটেনের রানির সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলেন, তখন ওই ব্রিটিশ শিক্ষক তাকে একটি পরামর্শ দেন। তিনি বলেন, রানির সঙ্গে দেখা করার সময় খালি হাতে যাওয়া ঠিক নয়। রানিকে কোনও মূল্যবান উপহার দেওয়া উচিত। শিক্ষকের কথা শুনে তাঁদের জিম্মায় থাকা কোহিনূর হিরেটি উপহারস্বরূপ সঙ্গে করে নিয়ে যান কিশোর দিলীপ সিং। যদিও তারপর আজীবন তাঁর সেই ভুলের জন্য আক্ষেপ করেছেন দিলীপ সিং। তাই আদালতের কাছে হলফনামা পেশের আগে সবদিক বিবেচনা করে কেন্দ্রকে পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন স্বামী।
Leave a Reply