Entertainment

আধ্যাত্মিক কথা শুনতে শুনতে রিক্সায় কীর্তি

কানে লাগানো হেডসেট। চোখে চশমা। সাদা টিশার্টের ওপর বুক খোলা জিনসের জামা। এমন সাজে মুম্বইয়ের রাস্তায় রিক্সা যাত্রা করলেন অভিনেত্রী কীর্তি কুলারি। বলে রাখা ভাল। মুম্বইতে কিন্তু রিক্সা মানে অটোরিক্সা। হাতে টানা বা প্যাডেল করা রিক্সা নয়। কিন্তু একজন বলিউড অভিনেত্রীর একটা গাড়ি নেই! রিক্সায় যেতে হচ্ছে কেন? সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন কীর্তি।

পড়ুন : চাপ নিতে রাজি নন কীর্তি

ওলা বা উবার যে তিনি চেষ্টা করেননি এমনটা নয়। চেষ্টা করেছিলেন। কিন্তু তারা সময়ে আসতে পারেনি। অগত্যা সময়ে গন্তব্যে পৌঁছনোর জন্য কীর্তির জন্য একটাই রাস্তা খোলা ছিল অটো ভ্রমণ। কীর্তির কথায়, যখন ওলা বা উবার আসেনা, তখন রক্ষাকর্তা হয় রিক্সা। রিক্সা ভ্রমণে তিনি বেজায় খুশি বলেও জানান অভিনেত্রী। তিনি এটাও জানান যে অযথা গাড়ি কেনার অভ্যাস তাঁর নেই।

তিনি তাঁর রিক্সায় থাকার একটি সেলফি তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর তা দেখে কমেন্টও আসে। একজন তো জিজ্ঞেস করেন, কানে হেডসেট লাগানো রয়েছে। তো কী গান শুনছেন অভিনেত্রী? উত্তর দেন কীর্তি। জানান কোনও গান নয়। আধ্যাত্মিক বচন শুনছেন তিনি। প্রসঙ্গত কীর্তিকে ঋভু দাশগুপ্তের সিনেমা ‘দ্যা গার্ল অন দ্যা ট্রেন’-এ দেখা যাবে। এটাই তাঁর আগামী সিনেমা। যা মুক্তি পেতে চলেছে আগামী মে মাসে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *