World

টানা ৩ দিন গাছের গুঁড়ি জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলেন এক তরুণী

গাছের মোটা গুঁড়ি জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন এক তরুণী। এটা বড় কথা নয়। বড় কথা হল তিনি ৩ দিন ধরে টানা এভাবে দাঁড়িয়ে রইলেন।

এক তরুণী গাছের গুঁড়ি জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। এটা দেখার পর কারও কিছু মনে নাও হতে পারে। অনেকেই তো আনন্দ করে গাছের গুঁড়ি জড়িয়ে দাঁড়ান। অনেকে ছবি তুলতেও এভাবে দাঁড়ান।

কিন্তু ওই তরুণীই নজর কাড়তে শুরু করেন যখন মানুষজন দেখেন সকাল পার করে বিকেল হয়, তারপর সন্ধে নেমে রাত হয়, কিন্তু ওই তরুণী এইভাবেই দাঁড়িয়ে আছেন।

পরদিন এসেও সেই একই দৃশ্য। আর এভাবেই এক তরুণী যখন দিনের পর দিন কাটাতে থাকেন তখন বহু মানুষের নজর কেড়ে নেন। সকলে এটা জানার চেষ্টা করেন ওই তরুণী কেন এমনটা করছেন? তরুণী কিন্তু বিশেষ কারণেই এভাবে একটি গাছের গুঁড়ি জড়িয়ে ধরে ৩ দিন কাটিয়ে দেন।

ওই তরুণী কেনিয়ার বাসিন্দা। তিনি একজন পরিবেশকর্মীও। এভাবে গাছের গুঁড়ি জড়িয়ে ধরে রেখে তিনি আদপে একটি বার্তা দিতে চেয়েছেন। তাঁর মতে, পরিবেশকে রক্ষা করতে কোনও একদিনের একটা উদ্যোগ যথেষ্ট নয়, পরিবেশ বাঁচাতে দরকার একটি দীর্ঘমেয়াদি দায়িত্ববোধ। যা পরিবেশকে রক্ষা করবে।

ট্রুফেনা মুথোনি নামে ওই তরুণী ২০২৫ সালেও একবার এভাবে গাছের গুঁড়ি জড়িয়ে ৪৮ ঘণ্টা কাটিয়েছিলেন। বার্তা ছিল প্রায় একই। এবার ৭২ ঘণ্টা জড়িয়ে থেকে নিজের রেকর্ড নিজেই ভেঙে দিলেন। ২০২৫ সালে মূল উদ্দেশ্য ছিল প্রকৃতির জন্য একটি নিবিড় সহানুভূতি তৈরি করা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *