Entertainment

সিনেমায় ১৩০ বার পোশাক বদলান করিনা, প্রতিটিই ছিল অত্যন্ত দামি

বলিউডের সিনেমা সবকিছুতেই চমক দেয়। পোশাক বদলের চমকটাও তাই পিছিয়ে ছিলনা। বলিউডের সিনেমার নায়িকা করিনা কাপুর একটি সিনেমায় ১৩০টি পোশাক বদলান। সবকটি পোশাকের দামই আকাশছোঁয়া।

বলিউডের সিনেমায় জাঁকজমক সবসময় নজর কাড়ে। আর সেই জাঁকজমকে পোশাক একটা বড় ভূমিকা নেয়। ভারতে এমনিতেই নানা প্রান্তের নানা পোশাক। তাছাড়া ডিজাইনার পোশাকও রয়েছে।

সব মিলিয়ে পোশাকের যেমন অন্ত নেই, তেমন সেসব পোশাকের চোখ ধাঁধানো রূপও নজরকাড়া। বলিউডে তাই পোশাকে বিশেষ জোর দিতে আগেও দেখা গেছে, এখনও দেখা যায়।

বলিউডের প্রথমসারির নায়িকাদের তালিকায় করিনা কাপুর অবশ্যই পড়েন। তিনি একটি সিনেমায় ১৩০ বার পোশাক বদল করেছিলেন। তাঁর চরিত্রই ছিল একজন ফ্যাশন আইকনের।

ফলে পোশাক এ চরিত্রে একটা বড় বিষয়। চরিত্রটিকে পর্দায় ফুটিয়ে তুলতে করিনা ১৩০ বার পোশাক বদল করেছিলেন পুরো সিনেমায়। যার অনেকগুলি পোশাক আনানো হয়েছিল বিদেশ থেকে।


এই ১৩০টি পোশাকের প্রতিটিরই দাম ছিল আকাশছোঁয়া। চরিত্রের কথা মাথায় রেখে এতটাই দামি পোশাক পরানো হয় করিনাকে। সিনেমা জুড়ে তাঁকে বারবার নতুন পোশাকে দেখেছেন দর্শকরা।

কখনও করিনাকে দেখা গেছে ভারতীয় পোশাকে তো কখনও বিদেশি। কখনও ভারতীয় ও বিদেশি পোশাকের মিশ্রণও পরিধেয় হিসাবে উঠেছে করিনার শরীরে।

সব মিলিয়ে একটা পোশাকেই চোখ ধাঁদিয়ে দিয়েছিলেন করিনা কাপুর। সিনেমার নাম ছিল ‘হিরোইন’। ২০১২ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় করিনা ছাড়াও ছিলেন মুগ্ধা গডসে, রণবীর সুরি, হেলেন সহ অনেকে। মধুর ভান্ডারকরের এই সিনেমা সে সময় বক্স অফিসে সাফল্য পেয়েছিল।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button