
তিথি অনুযায়ী মঙ্গলবার রাতে পড়ছে অমাবস্যা। আর অমাবস্যা পড়লেই কালীপুজো। ফলে এদিন রাত পাওয়ায় এদিন কালীপুজো। সারারাতের এই শক্তি আরাধনায় এদিন সকাল থেকেই তৈরি গোটা শহর। ঝলমলে আকাশ। বাতাসে হেমন্তের গন্ধ। বেশ সুন্দর আবহাওয়া। আর ঝলমলে আবহাওয়া মানেই উৎসবের মেজাজে মৌতাত। শহর কলকাতার বড়বড় কালীপুজোর উদ্বোধন হয়ে গেছে গত সপ্তাহের শেষেই। কালীপুজোর দিন সকালে প্রায় সব মণ্ডপই তৈরি। সর্বত্রই ঝলমল করছে কালী প্রতিমা। কিছু প্যান্ডেলে বাড়তি আকর্ষণ মায়ের দুপাশে ডাকিনী-যোগিনী। আবার কিছু প্যান্ডেলে এদিন সকালেও নজরে পড়েছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

এবার তিথি মেনে কালীপুজো ও দীপাবলি পরপর ২ দিন পড়েছে। অনেক সময় একই দিনে পড়ে। তবে এবার ২ দিন হওয়ায় উৎসব দীর্ঘায়িত হয়েছে। ভাইফোঁটা পিছিয়ে গেছে শুক্রবার। এদিন থেকেই অনেক অফিসে ছুটি পড়েছে। স্কুল, কলেজও বন্ধ। চলতি সপ্তাহটা পুরোটাই ছুটির মেজাজে কাটাতে চলেছেন সকলে। সামনের সপ্তাহ থেকে স্কুল, কলেজ, অফিস পুরোদমে চালু হচ্ছে। তার আগে তাই এই সপ্তাহে ছুটিটা চুটিয়ে উপভোগ করে নিতে চাইছেন সকলে। তার শুরুই হল এদিন কালীপুজো দিয়ে।














