শত্রুপক্ষ নয়, ভাল্লুক ঠেকাতে নামল সেনা
শুনে মনে হতে পারে এটা মশা মারতে কামান দাগার শামিল। কিন্তু বাস্তব পরিস্থিতিতে সেনা ছাড়া উপায় ছিলনা। ভাল্লুকদের আক্রমণ ঠেকাতে এবার সেনা নামল এক শহরে।
ভাল্লুকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেক এলাকার মানুষ প্রায় ঘর বন্দি। অবস্থা কার্যত হাতের বাইরে চলে গেছে। কোনওভাবেই ভাল্লুক সমস্যাকে সামাল দিতে না পেরে প্রশাসন এবার অন্য রাস্তায় হাঁটতে বাধ্য হল।
জাপানের পাহাড়ি প্রদেশ আকিতা সম্প্রতি ভাল্লুকের অত্যাচারের কারণে খবরের শিরোনামে এসেছে। পরিস্থিতি এতটাই ভয়ানক যে সাধারণ মানুষকে ভাল্লুকের হাত থেকে রক্ষা করতে আকিতা প্রদেশের কাজুনো শহরে সেনা নামানো হয়েছে। স্থানীয় আধিকারিকদের অনুরোধে সরকার এই পদক্ষেপ করেছে। সেনাদের অনেকে বর্ম-র মত পরে ভাল্লুক ধরার কাজ করছেন।
প্রশাসনের তরফে আগামী কয়েক সপ্তাহ বাসিন্দাদের আশেপাশের জঙ্গলে যেতে নিষেধ করা হয়েছে। সন্ধ্যের পর ঘরের বাইরে যাওয়াও তাঁদের বারণ। খাবারের খোঁজে লোকালয়ে আসা ভাল্লুকদের ভয় দেখানোর জন্যে বাসিন্দাদের সর্বদা সঙ্গে একটা ঘণ্টা রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
জাপানের পরিবেশ মন্ত্রকের মতে এপ্রিল থেকে এখনও অবধি বিভিন্ন জায়গা মিলিয়ে ১০০-র বেশি ভাল্লুকের হামলা হয়েছে। সরকারিভাবে ১২ জনের প্রাণহানি ঘটেছে বলে জানা গেছে। এরমধ্যে দুই তৃতীয়াংশ মানুষই আকিতা এবং তার পার্শ্ববর্তী ইবাতে প্রদেশের বাসিন্দা।
দেশে ভাল্লুকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারমধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে শিকারের পরিমাণ কমে যাওয়ায় তারা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। এতে মানুষের সঙ্গে ভাল্লুকের সংঘাতে ক্ষয়ক্ষতি বাড়ছে। ভাল্লুকগুলি একের পর এক সুপারমার্কেট, বাসস্টপ, রিসর্টে হামলা চালাচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













