মহিলা সহকর্মীর পোশাক নিয়ে পালাল যুবক
মহিলা সহকর্মীর বাড়িতে ঢুকে লুকিয়ে ওই তরুণীর নানা পোশাক চুরি করল এক যুবক। একবার নয়, প্রায় ২০ বার লুকিয়ে ঢোকে ওই যুবক।

তাঁরা একই অফিসে কাজ করেন। অফিসে কয়েক মাস হল কাজে যোগ দিয়েছেন ওই তরুণী। বেশ সুন্দরী হিসাবে অফিসে দ্রুত জনপ্রিয়তাও পান। বিশেষত পুরুষ কর্মীরা তাঁর সঙ্গে আলাপ করতে এগিয়ে আসেন। তরুণীও হাসিমুখেই সকলের সঙ্গে কথা বলেন।
তাঁর এই পুরুষ সহকর্মীদের মধ্যে এক বছর ২৭-এর যুবকও তাঁর সঙ্গে কথা বলে। নানা কথা জিজ্ঞেস করে। তরুণী প্রথমদিকে উত্তর দিলেও ওই যুবকের সবসময় কথা বলার চেষ্টাটা ভাল চোখে নিচ্ছিলেন না। ফলে তিনি যুবককে এড়িয়ে যেতে শুরু করেন।
কিন্তু সে যুবক ততদিনে ওই তরুণীর প্রেমে পাগল। ওই তরুণী তাকে এড়িয়ে যাচ্ছেন এটা যুবকের বুঝতে অসুবিধা হয়নি। সে ওই তরুণীর ব্যাগ থেকে একদিন লুকিয়ে চাবি বার করে তার ছবি তুলে নকল একটি চাবি বানিয়ে ফেলে। তারপর তরুণী যখন তাঁর বাড়িতে থাকতেন না সেই সময় নকল চাবি ব্যবহার করে তরুণীর বাড়িতে লুকিয়ে ঢোকা শুরু করে।
বাড়িতে ঢুকে ঘরের নানা স্থানের ছবি তোলা, বাথরুমের ছবি তোলা, তরুণীর নানা পোশাকের ছবি তোলা শুরু করে ওই যুবক। এমনকি তরুণীর কয়েকটি পোশাক নিজের কাছে রাখার জন্য লুকিয়ে নিয়েও যায়।
প্রথমদিকে বুঝতে না পারলেও পরে একসময় তরুণীর মনে হতে থাকে তাঁর অবর্তমানে তাঁর বাড়িতে কেউ প্রবেশ করে। তিনি সোজা পুলিশের কাছে হাজির হন। পুলিশের পরামর্শেই ঘরে একটি লুকোনো ক্যামেরা লাগান।
ওই যুবক ততদিনে বার ২০ ওই তরুণীর ঘরে এভাবে ঢুকেছিল। কিন্তু এরপর ফের ঢুকতেই ক্যামেরায় ধরা পড়ে যায়। পুলিশ তাকে গ্রেফতার করে। জাপানের টোকিও-র এই ঘটনা রীতিমত হইচই ফেলে দিয়েছে।
ইউকি নামে ওই যুবক পুলিশকে জানিয়েছে, সে ওই তরুণী সহকর্মীর ঘরে ঢুকেছিল কারণ সে তাঁর প্রেমে পাগল হলেও তরুণী তাকে এড়িয়ে যাচ্ছিলেন। তাই তরুণীর ঘরে ঢুকে তাঁর কিছু পোশাক চুরি করে নিজের কাছে স্মারক হিসাবে জমা করেছিল সে। পুলিশ তার বক্তব্য খতিয়ে দেখছে। সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে।