এখানে গেলে কাউকে ভুলেও টিপস দেওয়ার চেষ্টা করবেননা
অনেকেই দেশে বিদেশে ঘুরতে যান। যেখানেই যান সেখানে খেতে গেলে বা হোটেলে বা অন্যত্র টিপস দিয়ে থাকেন। একটি দেশে গেলে ভুলেও টিপস দেওয়ার চেষ্টা করবেননা।

টিপস দেওয়াটা একটা শিষ্টাচারের মধ্যে পড়ে বলেই মনে করা হয়। অনেকেই মনে করেন একটা রেস্তোরাঁ বা হোটেলে কোনও ছোটখাটো পরিষেবা যিনি দিয়ে থাকেন, তাঁকে সন্তুষ্ট করতে সামান্য অর্থের টিপস দেওয়া উচিত। এটাই প্রচলিত পরম্পরা।
যাঁরা এটা ভাবেন, তাঁরা যে ভুল এমনটাও নয়। টিপস সারা পৃথিবীতেই চলে। কিন্তু পৃথিবীর একটি দেশে বেড়াতে গেলে এটা আগে থেকেই জেনে যাওয়া ভাল যে সে দেশে টিপস দেওয়াকে ভাল চোখে নেওয়া হয়না।
দেশটি জাপান। এ দেশে টিপস দেওয়ার চেষ্টা না করাই ভাল। জাপান ওমোতেনাসি-তে বিশ্বাসী। যার অর্থ হল তারা সবচেয়ে ভাল পরিষেবা দেওয়ার চেষ্টায় ত্রুটি রাখে না।
সেটাও কোনও টিপস বা অর্থ প্রাপ্তির মুখাপেক্ষী না হয়ে। এমন কিছু পাওয়ার আশা মনে না রেখে। বরং তাদের কোনও পরিষেবার পর টিপস দিতে যাওয়াকে জাপানে ভাল চোখে নেওয়া হয়না।
বিদেশিরা এ ভুল করে থাকেন। কারণ তাঁরা জাপানের সংস্কৃতির সঙ্গে পরিচিত হন না। তবে এটা জেনে যাওয়া ভাল। এমনও হতে পারে যে টিপস দেওয়ার চেষ্টা হলে তা ফিরিয়ে দিতে পারেন যিনি পরিষেবা দিলেন তিনি।
জাপানে রেস্তোরাঁগুলি সাধারণভাবে দুপুরে বন্ধ থাকে। ২ বেলা খোলে। ২ বেলায় কর্মচারি বদলে যায়। তাঁদের অল্প সময়ের কাজ হয়। কিন্তু সেই সময়টায় তাঁরা সর্বোচ্চ পরিষেবা দেওয়ার চেষ্টায় ত্রুটি রাখেন না।