Kolkata

তাঁকে নিয়ে রাজনীতি হচ্ছে, সরকারের বিরুদ্ধে সরব রাজ্যপাল

রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত নতুন মাত্রা পেল মঙ্গলবার। সকালে বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে সুর চড়িয়ে অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন শাসক দলের বিধায়কেরা। পরে তাঁরা বিধানসভা চত্বরেই বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে বিক্ষোভে সামিল হন। অন্যদিকে এদিনই সকালে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় রাজ্যপালের বিলে সই না করা নিয়ে আলোচনা চেয়ে সোচ্চার হন তৃণমূল সাংসদরা। তা গৃহীত না হাওয়ায় রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তাঁরা। এই পরিস্থিতিতে রাজ্যপালের বিরুদ্ধে ক্রমশ চাপ বাড়াচ্ছিল তৃণমূল। বিকেলে তার পাল্টা দিলেন রাজ্যপাল।

রাজ্যপাল জগদীপ ধনকর এদিন দাবি করেন, রাজ্য সরকার তাঁর ঘাড়ে বন্দুক রেখে এসসি এসটি বিল নিয়ে রাজনীতি করছে। তাঁকে নিয়ে রাজনীতি করছে। রাজ্য সরকারকে পরামর্শের সুরেই তিনি বলেন এসব না করতে। তাঁর দাবি, কেন্দ্রে এসসি এসটি আইন রয়েছে। তা সত্ত্বেও কেন রাজ্য সরকার এই আইন আনার চেষ্টা করছে তা রাজ্য সরকারকে বিস্তারিতভাবে তাঁকে জানাতে। কিন্তু রাজ্য সরকারের কোনও আধিকারিক তাঁর কাছে আসেননি। সব না জেনে তাই তাঁর পক্ষেও সই করা সম্ভব হয়নি।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

রাজ্যপাল এদিন বলেন, তিনি সাংবিধানিক পদের আওতায় থেকেই যা করার করছেন। তিনি রকেট গতিতে চলছেন। কিন্তু রাজ্য সরকারই গরুর গতিতে চলছে। তিনি এও বলেন, রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। অথচ তিনি বিধানসভায় গিয়ে বিধানসভার গেট বন্ধ পেলেন। তিনি সেখানে ঢুকতে পারেননি। এতে তাঁর হৃদয় ব্যথিত হয়েছে। সারাদিনের পর রাজ্য ও রাজ্যপাল সংঘাত কিন্তু একদম অন্য মাত্রা ছুঁল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *