State

বিসর্জনের দিন তেঁতুলতলায় জগদ্ধাত্রীকে বরণ করেন পাড়ার ছেলেরাই

আজ দশমী অর্থাৎ জগদ্ধাত্রী পুজোর শেষ দিন। মায়ের বিদায়লগ্নে বরণ এক অন্যতম পর্ব। চন্দননগরের অদূরে ভদ্রেশ্বরের তেঁতুলতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজোয় বরণে রয়েছে অভিনবত্বের ছোঁয়া। চমকও বটে। এখানে বিসর্জনের দিন মহিলারা নন, মাকে বরণ করেন পুরুষরা!

গঙ্গার গা ঘেঁষে ছোট্ট শহর ভদ্রেশ্বরের প্রাচীনতম জগদ্ধাত্রী পুজোটি হল তেতুঁলতলার পুজো। ২২৫ বছরে পা রাখা এই পুজোটির একটি বৈশিষ্ট্য শুনলে অনেকেই চমকে যেতে পারেন। বিসর্জনের দিন মাতৃপ্রতিমাকে বরণ করেন পাড়ার ছেলেরা। শুধু এখানেই শেষ নয়, আরও আছে। সাবেকিয়ানায় বিশ্বাসী এই পুজোয় পাড়ার ছেলেরা রীতিমত মেয়েদের মতো শাড়ি পরে, হাতে বরণের থালা ধরে সিঁথিতে সিঁদুর লেপে মা জগদ্ধাত্রীকে বরণ করেন। বরণ পর্বে তাঁরা শঙ্খ বাজান, উলুধ্বনিও দেন। কিন্তু কেন এমন আজব রীতি?


এর পিছনে বড় কারণ প্রতিমার উচ্চতা। যেহেতু প্রতিমার উচ্চতা অনেকটাই বেশি, তাই টুলে চেপে মা-কে বরণ করার গুরুদায়িত্ব যুগের পর যুগ ধরে পাড়ার ছেলেরাই পালন করে আসছেন। এছাড়া মহাষ্টমীতে পুজো উপলক্ষে ২৫০টির বেশি পাঁঠা বলিও এই পুজোর অন্যতম একটি অঙ্গ।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button