World

চিঠি দাও আর বিনামূল্যে যত ইচ্ছে ছাগল নাও, অফারেই বাজিমাত

ইমেলে একটা চিঠি দিতে হবে। চিঠি দিতে হবে স্থানীয় প্রশাসনের কাছে। সেই চিঠির ভিত্তিতে মিলবে ছাড়পত্র। তারপর যত ইচ্ছে ছাগল নিয়ে যেতে পারেন যে কেউ।

এমন এক অফারের কথা কেউ কখনও শুনেছেন কি? তাও আবার স্থানীয় প্রশাসন এমন একটা অফার দিচ্ছে। সকলে তো শুনেই অবাক। কোনও টাকা লাগবে না। কিন্তু চাইলে যত ইচ্ছা ছাগল নিয়ে যাওয়া যাবে সঙ্গে করে।

বিনামূল্যে ছাগল পেতে কেবল একটা চিঠি দিতে হবে। ইমেলে আবেদন করতে হবে। যদি প্রশাসন ওই ব্যক্তির চিঠির ভিত্তিতে তাঁকে ছাগল দিতে রাজি হয় তাহলেই তিনি যত ইচ্ছে ছাগল নিয়ে যেতে পারেন। এক টাকাও লাগবেনা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

তবে একটা স্ট্যাম্প ফি দিতে হবে। যা ভারতীয় মুদ্রায় দেড় হাজার টাকার মতন। তাহলেই হবে। এবার ওই ব্যক্তি যতগুলি ছাগল চান নিয়ে যেতে পারেন।

তবে শর্ত একটাই, এই জায়গা থেকে নিয়ে যেতে হবে ছাগলগুলিকে। আর যদি কেউ এভাবে ছাগল নিয়ে গিয়ে তারপর সেগুলি খেয়ে ফেলেন?

প্রশাসন জানাচ্ছে, তারা চাইবে যিনিই ছাগলগুলিকে নিয়ে যান না কেন, তিনি সেগুলিকে না খেয়ে, তাদের গৃহপালিত পশু হিসাবে যত্ন করবেন।

ইতালির সিসিলি-র আলিকুদি দ্বীপে একসময় একটাও ছাগল ছিলনা। কেউ একজন সেখানে প্রথম ছাগল নিয়ে আসেন। যাতে সেখানে ছাগলের সংখ্যা বাড়ে। সেই ভাবনা এখন ভয়ংকর চেহারা নিয়েছে।

দ্বীপটিতে এখন কার্যত গিজগিজ করছে বন্য ছাগল। তারা সংখ্যায় এত হয়ে গেছে যে স্থানীয় মানুষের প্রাণ ওষ্ঠাগত। তাই সেখানকার মেয়র এই অফার দিয়েছেন যে কেউ চাইলেই এখান থেকে যত ইচ্ছে ছাগল নিয়ে যেতে পারেন।

ইমেলে আবেদন করে, স্ট্যাম্প ফি দিলে ছাগল নিতে পারবেন তাঁরা। তবে যত ইচ্ছা ছাগল নিয়ে এই দ্বীপ থেকে চলে যেতে হবে।

ছাগলের সংখ্যা যখন এমনভাবে ফের নিয়ন্ত্রণে চলে আসবে, তখন বন্ধ করে দেওয়া হবে এই অফার। বিশ্বের তাবড় সংবাদমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *