World

বরফের ওপর খেলার সময় নেমে এল তুষারধস, মৃত ১ মহিলা ও ২ কিশোরী

সাদা বরফের চাদরে ঢাকা পড়েছে পাহাড়ের ঢাল। ঢাল বেয়ে যতদূর দেখা যাচ্ছে পুরু ধবধবে সাদা বরফ। আর বরফ মানে তার ওপর নানা ধরনের খেলায় মেতে ওঠার সুবিধা। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজন এই পাহাড়ের ঢালে বরফের ওপর স্কি করতে পছন্দ করেন। স্কি অনেকের শেখাও থাকে। বিদেশিদের মধ্যে অনেক কম বয়স থেকেই স্কি করার ঝোঁক থাকে। সেই স্কি করার সময় আচমকাই পাহাড়ের ঢাল বেয়ে নেমে এল ভয়ংকর তুষারধস। আর তার নিচে চাপা পড়ে মৃত্যু হল ৩৫ বছরের এক মহিলা, তাঁর মেয়ে ও আর এক কিশোরীর।

ঘটনাটি ঘটেছে ইতালিতে। ইতালি ও অস্ট্রিয়ার সীমান্তে সারি দিয়ে গেছে আল্পস পর্বতমালা। তারই ভল সেনালস হিমবাহ রীতিমত নামকরা। ৭ হাজার ৯০০ ফুট উচ্চতায় অবস্থিত এই হিমবাহে অনেকেই স্কি করতে হাজির হন। বিশেষত শীতের সময়। সেখানেই বরফের ওপর স্কি করছিলেন ওই মহিলা ও ২ কিশোরী। আচমকাই তাঁদের ওপর নেমে আসে একটি তুষারধস। তার তলায় চাপা পড়ে যান ৩ জন। সেখানেই মৃত্যু হয় তাঁদের।

দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। ৩টি হেলিকপ্টার ও ৭০ জন উদ্ধারকারী ৩ জনের দেহ উদ্ধার করতে তল্লাশি শুরু করেন। ৩ জনকে উদ্ধারে‌র পর দেখা যায় তাদের মধ্যে ১ কিশোরীর দেহে তখনও প্রাণ রয়েছে। দ্রুত তাকে হেলিকপ্টারে করে হাসপাতালের পথে রওনা দেন উদ্ধারকারীরা। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে ৩ জনই জার্মানির নাগরিক। এসেছিলেন আল্পসে ছুটি কাটাতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *