World

কর ফাঁকি দিতে বিয়ে করলেন দুই পুরুষ বন্ধু

যন্ত্রণা নয়, বরং বিপদ থেকে বন্ধুকে বাঁচাতে একে অপরের জীবনসঙ্গী হয়ে ওঠার বন্ধনে বাঁধা পড়লেন ম্যাট মরফি ও মাইকেল ও’সুলিভান। ৩০ বছর ধরে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে একে অপরের পাশে থেকেছেন আয়ারল্যান্ডের ৮৫ বছরের ম্যাট ও ৫৮ বছরের মাইকেল। তাঁদের বয়সের সংখ্যাও একে অপরের এপিঠ ওপিঠ। বয়সের ফারাক কম নয়। কিন্তু তাতে কী? এই ২ পুরুষের কাহিনি এখন আয়ারল্যান্ডের মানুষের মুখে মুখে ঘুরছে।

খাঁটি বন্ধুত্বের প্রমাণ দেওয়ার পরীক্ষা হয়তো ঈশ্বর তাঁদের জন্য তুলে রেখেছিলেন। এমনটাই জানিয়েছেন মাইকেল। তাই একসময় দুর্ভাগ্যের শিকার মিশেলের মাথার উপর থেকে ছাদ সরে যায়। অন্যদিকে ম্যাটের শরীরে বাসা বাঁধে কঠিন স্নায়বিক রোগ। এরপরেই একসঙ্গে একই ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নেন জীবনের বহু সুখ-দুঃখের সঙ্গী ম্যাট ও মাইকেল। নিজের বাড়ি মাইকেলের নামে লিখে দেওয়ার পরিকল্পনাও করেন ম্যাট। কিন্তু তাঁর সেই সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়ায় সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত আইনি জটিলতা। ম্যাটের কিছু ভালোমন্দ হয়ে গেলে মাইকেলের উপর চাপবে বিপুল সম্পত্তি কর। যা মেটাতে বাড়ি পর্যন্ত বিক্রি করতে হতে পারে তাঁকে। সমস্যার সমাধান করতে তাই শেষপর্যন্ত বিয়ে করার সিদ্ধান্ত নেন দুই ‘বেস্ট ফ্রেন্ড’।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দুই অসমবয়সী মানুষের সেই আশ্চর্য পরিণয়ের সাক্ষী থাকল আয়ারল্যান্ড। রেজিস্ট্রি শেষে একে অপরকে চুম্বন করে জীবনে চলার পথে একে অপরের সঙ্গী হওয়ার অঙ্গীকার করেন ম্যাট ও মাইকেল। এরমধ্যে বিশ্বভ্রমণের পরিকল্পনাও করা শুরু করে দিয়েছেন নিজেদের দুই ভাই মনে করা নবদম্পতি।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *