Kolkata

৩১ জানুয়ারি শুরু নয়, পিছিয়ে গেল কলকাতা বইমেলা

কলকাতা বইমেলার দিনক্ষণ পিছিয়ে গেল। ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল কলকাতা বইমেলা। তা পিছিয়ে গিয়েছে বলে গিল্ডের তরফে জানানো হয় সোমবার।

২০২১ সালে বইমেলা হতে পারেনি। তবে ২০২২-এর বইমেলা হবে বলেই জানানো হয়েছিল। তার দিনক্ষণ অনেক আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল। বিধিনিষেধ সব মেনেই বইমেলার আয়োজনের স্থির হয়েছিল।

এরমধ্যেই জানুয়ারির শুরু থেকে শুরু হয় রাজ্যে কড়া বিধিনিষেধ। সংক্রমণ এখন হুহু করে বাড়ছে। এই পরিস্থিতিতে কলকাতা বইমেলা কী আদৌ ৩১ জানুয়ারি শুরু হবে? এ প্রশ্ন উঠছিল। তবে হওয়া বা না হওয়া নিয়ে কোনও ইঙ্গিত মিলছিল না। অবশেষে তা পরিস্কার হয়ে গেল।

আগামী ৩১ জানুয়ারি বইমেলা শুরু হচ্ছেনা। তা ১ মাস পিছিয়ে গেছে। বইমেলা শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। সোমবার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে একথা জানানো হয়েছে। তবে কারণ সংক্রমণ নয়, কারণ ভোট।

যা জানা যাচ্ছে তাতে আগের ঘোষণা মত ২২ জানুয়ারি ছিল বিধাননগর পুরনিগমের নির্বাচন। তাই ৩১ জানুয়ারি বইমেলা সল্টলেকের সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হলে কোনও সমস্যা ছিলনা। কিন্তু সেই ভোট পিছিয়ে এখন ১২ ফেব্রুয়ারি করা হয়েছে।

সেক্ষেত্রে বিধাননগরে লাগু থাকছে নির্বাচনী আচরণবিধি। সেখানে বইমেলা করাটা একটা সমস্যার কারণ হতে পারত। তাই ভোট পার করে ২৮ ফেব্রুয়ারি থেকে বইমেলা ওই সেন্ট্রাল পার্কেই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

তখন হয়তো সংক্রমণেও কিছুটা লাগাম পড়তে পারে বলে মনে করছেন অনেকে। সংক্রমণ যত কমবে বইমেলার সাফল্য ততটাই উজ্জ্বল হবে। মানুষেও বেশি করে মেলায় আসার সাহস পাবেন বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *