চোখ জুড়িয়ে দেওয়া এই দিঘির জল ছোঁয়া মানা, ছুঁলে আর রক্ষা নেই
চারধারে পাহাড় ঘেরা একটি দিঘি। টলটল করছে জল। অপূর্ব নীলচে সবুজ রংয়ের জল। প্রকৃতির বুকে এই চোখ জুড়িয়ে দেওয়া দিঘির জল ছোঁয়া মানা।
বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রকৃতির অপরূপত্ব দেখেও যেন আশ মেটে না। এমনই তার টান। এমনই তার স্বর্গীয় দৃশ্যসুখ। তেমনই একটি দিঘির চারধার ঘিরে রেখেছে অনেকগুলি পাহাড়। নীল আকাশের তলায় টলটলে নীলচে সবুজ জল। যাকে বলা হয় টার্কোইজ রং।
এই দিঘিটি কিন্তু অবস্থিত আগ্নেয়গিরির মাঝে। এর জলে অ্যাসিডের পরিমাণ অধিক হওয়ায় এর জলের রং নীলচে সবুজ হয়। এটাই পৃথিবীর সবচেয়ে বড় অ্যাসিড লেক। যার জল এবং তার আশপাশের রূপ মোহিত করে দেওয়ার মত হলেও এর জলে হাত দিলে কিন্তু বিপদ।
অ্যাসিড যে কারও চামড়া মুহুর্তে পুড়িয়ে দেবে। জলে পড়লে আর বাঁচার তেমন আশা নেই। এমনকি ধাতু পর্যন্ত গলিয়ে দিতে পারে এই অ্যাসিড। এতটা উচ্চমাত্রায় অ্যাসিড এই লেকেই রয়েছে।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় অবস্থিত এই পাহাড় ঘেরা দিঘির নাম কাওয়া ইজেন। দিঘিটির তলায় রয়েছে আগ্নেয়গিরি। যার প্রভাবেই এই দিঘির জলে অ্যাসিডের পরিমাণ এতটা বেশি।
এই দিঘির জল থেকে ধোঁয়া বার হতে থাকে। যা আদপে সালফিউরিক গ্যাস। চোখ জুড়িয়ে দেওয়া রূপ নিয়ে এই ভয়ংকর দিঘিটি কিন্তু প্রকৃতির এক ভয়ংকর দিককে সামনে আনে।
ইন্দোনেশিয়ার ইজেন আগ্নেয়গিরিটিও বিশ্ববাসীর কাছে নজর কাড়া। কারণ এই আগ্নেয়গিরি থেকে যে লাভা বার হয়ে আসে তা লাল নয়, বরং তা রাতের অন্ধকারে উজ্জ্বল নীল রংয়ের দেখতে লাগে।













