World

২ দিন ধরে নিখোঁজ মহিলার খোঁজ করতে গিয়ে নজর কাড়ল ফোলা পেটের সাপ

২ দিন ধরে নিখোঁজ থাকা এক প্রৌঢ়ার খোঁজ পেতে হন্যে হয়ে তাঁকে খুঁজছিলেন গ্রামবাসীরা। সন্দেহ হল একটি অতিকায় সাপের ফোলা পেট দেখে।

মাঝেমধ্যেই তিনি গ্রাম লাগোয়া জঙ্গলে যেতেন। জঙ্গলে প্রচুর রবার গাছ রয়েছে। যেখান থেকে রবার সংগ্রহ থাকত উদ্দেশ্য। এভাবেই তিনি জঙ্গলের মধ্যে ঢুকেছিলেন সেদিন। তারপর বেলা গড়িয়ে বিকেল হয়ে সন্ধে নামলেও তিনি ঘরে ফেরেননি।

রাতে ঘন জঙ্গলে খোঁজার উপায় নেই। তাই পরদিন সকাল হতেই শুরু হয় খোঁজ। কিন্তু ৫৪ বছরের ওই মহিলার খোঁজ মেলেনি। গ্রামবাসীরা ওইদিন পুরো দিনটা তন্ন তন্ন করে খুঁজেও ওই প্রৌঢ়া মহিলার খোঁজ না পেয়ে পরদিন ফের খোঁজ শুরু করেন।

এদিন তাঁদের নজরে আসে একটি অতিকায় পাইথন। ২২ ফুটের পাইথনটি মাটিতে শুয়ে ছিল ক্লান্ত হয়ে। তার পেটটা রীতিমত ফোলা ছিল।

২ দিন নিখোঁজ থাকা প্রৌঢ়ার খোঁজ পেতে মরিয়া গ্রামবাসীদের এবার সন্দেহ হয়। ফোলা পেটের কারণ ওই মহিলা নন তো! তাঁরা আর দেরি না করে দ্রুত পাইথনের পেট কেটে ফেলেন। সেখান থেকে বেরিয়ে আসে ওই মহিলার হাড়গোড় সহ পোশাক।

কারও বুঝতে অসুবিধা হয়নি যে ওই পাইথনই গিয়ে খেয়েছে ওই প্রৌঢা়কে। রবার সংগ্রহের তাগিদে জঙ্গলে ঢোকার পর যে তিনি ওই পাইথনের শিকার হন তা বলাই বাহুল্য।

বিশেষজ্ঞেরা বলছেন প্রায় ২ ঘণ্টা লেগেছে ওই পাইথনটির মহিলাকে গিলে খেতে। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়। জারা নামে ওই মহিলার এই পরিণতিতে গ্রামবাসীরা বড় সাপ নিয়ে রীতিমত আতঙ্কে রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *