National

শহরের নাম বদলেছে ২ বছর আগে, এবার বদলে গেল বিখ্যাত রেলস্টেশনের নামও

শহরের নাম আগেই বদলে গেলেও তার রেলস্টেশনটির নামে বদল হয়নি। এবার সেই বিখ্যাত রেলস্টেশনের নামও বদলে গেল।

রেলস্টেশনের নাম বদলের ধারা আগেই শুরু হয়েছে। তার সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন শহরের নামেও পরিবর্তন দেখা গেছে। এভাবেই বদলে গিয়েছিল ঔরঙ্গাবাদ শহরের নাম। মোগল সম্রাট ঔরঙ্গজেবের নামানুসারে ঔরঙ্গাবাদ নামটি ২ বছর আগেই বদলে দেওয়া হয়েছিল।

এই বিখ্যাত ঐতিহাসিক শহরের নাম রাখা হয় ছত্রপতি শম্ভাজিনগর। ছত্রপতি শিবাজির ছেলের নামে শহরের নামকরণ হয়। শহরের নাম শম্ভাজিনগর হয়ে গেলেও তার রেলস্টেশনটির নাম ঔরঙ্গাবাদই ছিল। ২ বছর পর সেই রেলস্টেশনের নামও এবার বদলে গেল।

মহারাষ্ট্র সরকার গেজেট নোটিফিকেশন জারি করে ঔরঙ্গাবাদ রেলস্টেশনের নাম বদলে ছত্রপতি শম্ভাজিনগর রেলস্টেশন করেছে। ফলে ১৯০০ সালে চালু হওয়া ঔরঙ্গাবাদ রেলস্টেশন এবার তার নতুন নামে পরিচিত হবে।

Indian Railways
ভারতীয় রেলের ঔরঙ্গাবাদ রেলস্টেশন, ছবি – সৌজন্যে – উইকিমিডিয়া কমনস

পূর্বতন ঔরঙ্গাবাদ শহরটি নানা কারণে ঐতিহাসিক গুরুত্বের দাবি রাখে। এই শহরকে ভারতের ফটক শহর বা গেট সিটি বলা হয়। এই শহর জুড়ে অনেকগুলি ঐতিহাসিক ফটক দেখতে পাওয়া যায়। যার প্রতিটির সঙ্গে জুড়ে আছে ঐতিহাসিক কাহিনি।

এছাড়া এ শহরেই রয়েছে বিবি কা মকবরা এবং ঔরঙ্গাবাদ কেভস। যে ২টিই এএসআই রক্ষণাবেক্ষণে রয়েছে। এছাড়া এই শহরকে কেন্দ্র করেই পর্যটকেরা অজন্তা, ইলোরা এবং দৌলতাবাদ দুর্গ দেখতে যান। সেই অজন্তা এবং ইলোরা গুহা যা এখন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত।

দক্ষিণ মধ্য রেলওয়ে জোনের অধীন নান্দেড ডিভিশনের অন্তর্গত এই ছত্রপতি শম্ভাজিনগর রেলস্টেশনের সঙ্গে দেশের নানা প্রান্তের রেল যোগাযোগের সুবিধা রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *