National

ফের বদলাচ্ছে একটি পরিচিত রেলস্টেশনের নাম

সুপরিচিত রেলস্টেশনের নাম বদল হয়েছে অনেক জায়গায়। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি নাম। জায়গার নামেও এসেছে বদল।

২০১৮ সালে ফৈজাবাদের নাম বদলে যায়। নাম হয় অযোধ্যা। এছাড়াও উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার এলাহাবাদের নাম বদলে দিয়েছে। এলাহাবাদের নাম এখন প্রয়াগরাজ। নাম বদল হয়েছে মোঘলসরাই রেল জংশনেরও। মোঘলসরাই রেলওয়ে জংশনের নাম এখন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন।

এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ফৈজাবাদ রেলস্টেশনের নাম। ওই স্টেশনের নাম হতে চলেছে অযোধ্যা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। যা খোদ মুখ্যমন্ত্রীর অফিস থেকে ট্যুইট করে জানানো হয়েছে। এটাও বলা হয়েছে যে এই নাম বদল হতে চলেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

রেলস্টেশন থেকে কোনও জায়গার অতিপরিচিত নাম বদল করা নিয়ে প্রবল সমালোচনার ঝড় উঠেছিল। যোগী আদিত্যনাথ সরকারকে বিরোধীদের তোপের মুখেও পড়তে হয়। কিন্তু নাম বদলের সিদ্ধান্ত থেকে পিছপা হয়নি সরকার।

এবার আবার সামনেই উত্তরপ্রদেশে নির্বাচন। সেই নির্বাচনের আগে ফৈজাবাদ রেলস্টেশনের নাম বদল কোনও প্রভাব ফেলতে পারে কি? এমন প্রশ্ন উঠছে।

যদিও এসব নিয়ে বিশেষ চিন্তিত যে যোগী সরকার নয় তা পরিস্কার। ট্যুইট করে এই সিদ্ধান্তের কথা জানানোর মধ্যে দিয়েই তা পরিস্কার হয়েছে। এখন দেখার যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধীরা মুখ খোলে কিনা।

অনেকে আবার লখিমপুর খেরির ঘটনা থেকে নজর সরানোর জন্য এমন পদক্ষেপ করা হয়েছে বলেও উত্তরপ্রদেশ সরকারের এই সিদ্ধান্তকে ব্যাখ্যা করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *