Sports

জোড়া সেঞ্চুরিতে ভর করে স্বমহিমায় সানরাইজার্স

এক ইনিংসে ২টি সেঞ্চুরি। এবারের আইপিএলে প্রথম। এক ইনিংসে সবচেয়ে বেশি রান। এটাও এবারের আইপিএলে প্রথম। ২০ ওভার খেলে অত রান অনেকসময় অনেক দল করতে পারেনা, যে রানটা রবিবার ২ ওপেনার মিলে করে দিলেন। বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৮৫ রানে প্রথম উইকেটই পড়ে সানরাইজার্সের। বেয়ারস্টো ১১৪ রান করে আউট হন। বিজয় শঙ্কর এরপর ৯ রান করে ফিরলেও ওয়ার্নার সেঞ্চুরি হাঁকান। অপরাজিতও থাকেন। ২০ ওভারের শেষে সানরাইজার্স করে ২৩১ রান। আগে ২১৮ রান করে চলতি আইপিএলে সবচেয়ে বেশি রান করেছিল কেকেআর।

টস জিতে হায়দরাবাদে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে ব্যাট করে ২৩১ রান তুলে দেওয়ার পর কার্যত হার প্রায় নিশ্চিত হয়ে যায় কোহলিদের। তবে ব্যাটিং লাইনআপ ভাল থাকায় আশা ছাড়েননি বেঙ্গালুরুর সমর্থকেরা। কিন্তু শুরুতেই যে ভয়ংকর পরিস্থিতি তৈরি হয় তাতে বেঙ্গালুরুর ক্ষীণ আশাও জলে যায়। বড় রান তাড়া করতে নেমে হাঁকপাঁক করতে গিয়ে ৩৫ রানের মধ্যেই ৬ উইকেট হারায় বেঙ্গালুরু। তারপর আর ম্যাচটার কিছু বাকি ছিলনা।


কোহলি, ডেভিলিয়ার্স, হেটমায়ার, মইন আলি, দুবে কেউই ২ অঙ্কের রানে পৌঁছতে পারেননি। কেবল ১১ রান করেন পার্থিব প্যাটেল। ৬ উইকেটের পর অবশ্য হাল ধরেন কলিন গ্র্যান্ডহোম ও প্রয়াস রায় বর্মন। গ্র্যান্ডহোম ৩৭ রান করেন। রায় বর্মন করেন ১৯ রান। উমেশ যাদবও কিছুটা লড়ে ১৪ রান করেন। চাহল ১ রানে ফেরেন। ২০ ওভার শেষে হতে ১ বল বাকি থাকতেই ১১৩ রানে শেষ হয়ে যায় বেঙ্গালুরুর ইনিংস। ১১৮ রানে জেতে সানরাইজার্স। ৩টে ম্যাচ খেলে ৩টেই হেরে বেঙ্গালুরু এখন ক্রমতালিকার সবচেয়ে নিচে অবস্থান করছে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button