Sports

রাহুল-মায়াঙ্ক-গেইল, ত্রিশক্তিতে ভর করে জয়ী কিংসরা

মুম্বইকে হারিয়ে কিংস ইলেভেন পঞ্জাব আইপিএলের ক্রমতালিকায় ভাল অবস্থায় পৌঁছে গেল। ৩টে ম্যাচ খেলে ১টি হার, ২টি জয়। অন্যদিকে মুম্বইয়ের ঠিক উল্টোটা। ১টা জয়, ২টো হার। এটা কিন্তু আগেও আইপিএলে দেখা গেছে যে প্রতিযোগিতা শুরুর সময় মুম্বই খুব ভাল অবস্থায় থাকেনা। কিন্তু পরে পরপর জিতে ফিরে আসে। এবার তাই হবে কিনা সেদিকেই চেয়ে থাকতে হবে মুম্ব‌ই সমর্থকদের।

শনিবার কিংস ইলেভেন পঞ্জাব মুম্বইকে ৮ উইকেটে হারিয়ে দেয়। কেএল রাহুল ও ক্রিস গেইলের দুর্দান্ত শুরু। আর শেষে মায়াঙ্ক আগরওয়ালের অসাধারণ ফিনিশিং কিংসকে জয় এনে দেয়।

মোহালিতে ঘরের মাঠে টস জিতে এদিন প্রথমে মুম্বইকে ব্যাট করতে পাঠায় পঞ্জাব। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ও ডি কক জুটি ভাল শুরু করে। রোহিত ৩২ করে ফেরেন। সূর্যকুমার যাদব করেন ১১ রান। যুবরাজ ১৮, পোলার্ড ৭, হার্দিক পাণ্ডিয়া ৩১, ক্রুণাল পাণ্ডিয়া ১০ করে ফেরেন। একমাত্র বড় রান আসে ডি কক-এর ব্যাট থেকে। ৬০ রান করেন তিনি। ২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করে মুম্বই।

ব্যাট করতে নেমে ক্রিস গেইল ও কেএল রাহুল জুটি দারুণ শুরু করে। ক্রিস ৪০ রান করে ফেরার পর রাহুলের সঙ্গে জুটি বাঁধেন মায়াঙ্ক আগরওয়াল। ২১ বলে ৪৩ রানের একটা ঝোড়ো ইনিংস খেলে আউট হন তিনি। কিন্তু তাঁর ঝোড়ো ইনিংস আর রাহুলের দায়িত্বপূর্ণ ব্যাট কিংসদের জয়ের কাছে পৌঁছে দেয়। রাহুল শেষ পর্যন্ত অপরাজিত থেকে করেন ৭১ রান। মিলার অপরাজিত থেকে ১৫ রান করেন। ১৮ ওভার ৪ বল খেলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কিংসরা। ম্যাচের সেরা হন মায়াঙ্ক আগরওয়াল।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *