ভারতের মুকুটে অনন্য পালক, বায়ুসেনার শক্তি বাড়িয়ে নতুন পরীক্ষায় সফল ডিআরডিও
ভারতীয় বায়ুসেনাকে শক্তিশালী করতে এক অভিনব উদ্যোগ সফল করে দেখাল ডিআরডিও। এই সাফল্যের জন্য প্রতিরক্ষামন্ত্রী তাদের অভিনন্দন জানিয়েছেন। দেশের সুরক্ষায় এ এক নতুন পালক।
দেশের সুরক্ষাকে যত শক্তিশালী, দেশের সেনাবাহিনীকে যত সুরক্ষিত করা যাবে, ততই তা দেশকে নিশ্চিন্ত করবে। ভারতীয় বায়ুসেনায় এখন নানা ধরনের শক্তিসম্পন্ন যুদ্ধবিমান রয়েছে। যেগুলি প্রত্যেকটিই অতি গতিশীল। যারা শব্দের চেয়েও দ্রুত ছোটে।
আকাশের বুকে ছুটে চলার সময় যদি কোনও কারণে পাইলটকে প্রাণ রক্ষা করতে সেই বিমান থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে উপায় কি? আকাশের অত উচ্চতায়, ওই প্রবল গতিতে থাকা বিমান থেকে বেরিয়ে আসা তো সোজা কথা নয়!
এবার সেটাই সহজ করে দিল ডিআরডিও। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবার এই অতি গতির যুদ্ধবিমান থেকে পাইলটকে সুরক্ষিতভাবে বের করে আনার উপায় বার করল।
ডিআরডিও হাইস্পিড রকেট স্লেড টেস্ট করল চণ্ডীগড়ের টার্মিনাল ব্যালিস্টিকস রিসার্চ ল্যাবরেটরিতে। এখানে পাতা রয়েছে একটি রেললাইন। বিশেষ ধরনের এই রেললাইনের ওপর দিয়ে উদ্দাম গতিতে ছুটে চলা রেল ট্র্যাক রকেট স্লেড দিয়ে পরীক্ষা হল।
আকাশে ঠিক যেভাবে অতি গতিতে থাকা যুদ্ধবিমান থেকে পাইলট অত্যন্ত নিয়ন্ত্রিত পদ্ধতিতে বেরিয়ে আসবেন, তারপর তাঁর পিঠে থাকা প্যারাসুট হিসাব কষে খুলে যাবে আকাশে, ঠিক সেইভাবে রেললাইনের ওপর ছুটে চলা যন্ত্র দিয়ে পরীক্ষা হল।
যুদ্ধবিমানের যেখানে পাইলট বসেন, তার মাথার ওপর থাকা স্বচ্ছ অংশ ভেঙে টুকরো হয়ে বেরিয়ে গেল একটি ডামি। পুরোটাই একদম হিসাবমত নিয়ন্ত্রিত উপায়ে সম্পূর্ণ হয়। সফল হয় পরীক্ষা।
পুরো পরীক্ষাটি পর্যবেক্ষণ করেন বায়ুসেনার আধিকারিকরা এবং ইন্সটিটিউট অফ এরোস্পেস মেডিসিন-এর সদস্যরা। এই সাফল্যের জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা













