National

তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল যুদ্ধজাহাজ, ছিটকে পড়লেন নৌসেনা কর্মীরা

তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল একটি যুদ্ধজাহাজ। বিস্ফোরণের জেরে এদিক ওদিক ছিটকে পড়েন নৌসেনাকর্মীরা। উপকূলে নজরদারির দায়িত্ব সামলাচ্ছিল আইএনএস রণবীর।

গত বছরের নভেম্বর মাস থেকে উপকূল রক্ষার দায়িত্ব সামলাচ্ছিল ভারতীয় নৌসেনার অন্যতম ভরসা আইএনএস রণবীর। সেই যুদ্ধজাহাজটি এতদিন ধরে উপকূল রক্ষার দায়িত্ব সামাল দেওয়ার পর এসে ভিড়েছিল মুম্বই বন্দরে। সেখানেই জলে দাঁড়িয়েছিল জাহাজটি।

এমন সময় সকলকে হতবাক করে দিয়ে অকস্মাৎ জাহাজে প্রবল বিস্ফোরণ হয়। বিস্ফোরণ কেঁপে ওঠে জাহাজটি। বিস্ফোরণটি ঘটে জাহাজের ইন্টারনাল কম্পার্টমেন্টে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

তাতে ছিটকে পড়েন কয়েকজন নৌসেনাকর্মী। এঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়। হতভম্ব অবস্থা কাটিয়ে দ্রুত পরিস্থিতি সামাল দিতে নেমে পড়েন বাকি নৌসেনারা। পরিস্থিতি খুব দ্রুত আয়ত্তে আনেন তাঁরা।

নৌসেনার তরফে এই ঘটনার কথা জানিয়ে ৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। কেন এমন বিস্ফোরণ হল তা এখনও অজানা। এজন্য একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য একটি তদন্তকারী দলও গঠন করা হয়েছে। তারাই বিস্ফোরণের মূল কারণ খুঁজে দেখবে।

এদিকে নৌসেনার তরফে এটাও জানানো হয়েছে যে বিস্ফোরণের জেরে জাহাজের ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি। ৩ মৃত নৌসেনার পরিচয় এখনও জানা যায়নি। তবে আরও কয়েকজন নৌসেনাকর্মী এই ঘটনায় আহত হয়েছেন।

ভারতীয় নৌসেনার ৫টি রাজপুত ক্লাস ডেস্ট্রয়ারের মধ্যে আইএনএস রণবীর ছিল চতুর্থ। অত্যন্ত শক্তিশালী এই যুদ্ধজাহাজটিকে ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল ১৯৮৬ সালে। তারপর থেকে তা কাজ করে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *