National

লাদাখে চিনা ফৌজের ভারতের মাটি দখলের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা

লাদাখে ফের ভারতে ঢোকার চেষ্টা করল চিনা ফৌজ। যদিও তা কঠোর হাতে রুখে দেয় ভারতীয় সেনা।

নয়াদিল্লি : লাদাখের গালওয়ানে চিনা সেনার অনুপ্রবেশের চেষ্টা রুখতে গিয়ে আগ্রাসী মানসিকতার চিনা সেনার হাতে শহিদ হন ভারতে ২০ জন জওয়ান। তবু চিনকে এক টুকরো জমি ছাড়েনি ভারতীয় সেনা। সেই ঘটনায় বিশ্বজুড়েই ধিক্কৃত হয় চিনের এই আগ্রাসী মনোভাব। সেনা আধিকারিক পর্যায়ে শান্তি বজায় রাখার জন্য কথাবার্তা শুরু হয়। চিন ও ভারতীয় সেনা আধিকারিকদের মধ্যে সেই আলোচনা এখনও চলছে। কিন্তু তার মধ্যেই ফের ভারতের জমিতে প্রবেশের চেষ্টা করল চিনের লাল ফৌজ।

পূর্ব লাদাখের প্যাংগং লেকের কাছে চিনা সেনা রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু চিনা সেনার ভারতের মাটি দখলের চেষ্টা কঠোর হাতে রুখে দেয় ভারতীয় সেনা। ভারতীয় সেনার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, গত ২৯ ও ৩০ অগাস্টের মধ্যবর্তী রাতে ভারতের মাটিতে ঢোকার চেষ্টা করে চিনা সেনা। ভারতীয় সেনা সতর্ক ছিল। প্যাংগং লেকের দক্ষিণ প্রান্ত দিয়ে চিনের পিপলস লিবারেশন আর্মি বা সহজ কথায় চিনা সেনা ভারতের মাটিতে ঢোকার চেষ্টা করতে থাকে।

ভারতীয় সেনা তা বুঝতে পেরে পাল্টা জবাব দেয়। ভারতের কড়া জবাবের মুখে পিছু হঠে চিনা সেনা। এদিকে এই ঘটনার পরই ভারত ও চিনের সেনা আধিকারিক স্তরে বৈঠক হয়। চিন কিন্তু ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েই যাচ্ছে। ভারতের জমি দখলই তাদের লক্ষ্য। লাদাখে তারা যেভাবে ভারতের মাটি দখলের চেষ্টা চালাচ্ছে তাতে ভারতকেও জবাব দিতে হচ্ছে।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন ১৯৬২-র পর এই সীমান্তে এতটা কঠিন পরিস্থিতি তৈরি হয়নি। প্যাংগং লেকের ধার থেকে অবিলম্বে চিনা সেনা সরিয়ে নিতে বলেছে ভারত। চিনা সেনা সীমান্তে তাদের সেনা মোতায়েন থেকে যুদ্ধাস্ত্র মজুত করা বাড়িয়ে দিয়েছে। তৈরি রয়েছে ভারতীয় সেনাও। চিনের যে কোনও আগ্রাসী প্রচেষ্টা রুখে দিতে তৎপর রয়েছে তারা। অন্যদিকে সীমান্ত সমস্যা মেটাতে ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক স্তরেও আলোচনা অব্যাহত রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *