মাঠের মধ্যেই জরুরি অবতরণ করল বায়ুসেনার হেলিকপ্টার
বাধ্য হয়ে একটি মাঠের মধ্যেই জরুরি অবতরণ করল বায়ুসেনার হেলিকপ্টার। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে।

সকাল পৌনে ৭টা নাগাদ আকাশে উড়েছিল বায়ুসেনার হেলিকপ্টার এমআই-১৭। আধুনিক এই হেলিকপ্টারে তখন ৬ জন ছিলেন। ভারতীয় বায়ুসেনার ৪ সদস্য ও ২ আধিকারিক ছিলেন। তাঁরা প্রত্যেকেই সুস্থ আছেন। তবে হেলিকপ্টারটি এভাবে মাঠের মধ্যে নেমে পড়তে বাধ্য হওয়ায় হেলিকপ্টারের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। হেলিপ্যাড ছাড়া নামতে বাধ্য হওয়ার কারণেই ক্ষতি বলে মনে করা হচ্ছে।
সিকিমের চেতান থেকে যাত্রা করে হেলিকপ্টারটি মুকুতাঙ্গ-এর দিকে যাচ্ছিল। সকালে আবহাওয়া খারাপ ছিল। আকাশে ওড়ার পর যত হেলিকপ্টারটি তার গন্তব্যের দিকে যেতে থাকে ততই তা আরও খারাপ আবহাওয়ার মুখে পড়ে। যখন গন্তব্য থেকে হেলিকপ্টারটি ১০ নটিক্যাল মাইল দূরে তখন হেলিকপ্টারে যান্ত্রিক গোলযোগ দেখতে পান পাইলট। তারপর আর ঝুঁকি নেননি। দ্রুত হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করান কাছের একটি মাঠে।
জরুরি অবতরণের খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় ভারতীয় বায়ুসেনার ২টি উদ্ধারকারী হেলিকপ্টার। উদ্ধারকারীরা উদ্ধারের কাজ শুরু করেন। ওই হেলিকপ্টার থেকে ৬ জনকে বার করে আনা হয়। ১ জন সামান্য চোট পেয়েছিলেন। ভারতীয় বায়ুসেনার বিবৃতিতে তা জানানো হয়েছে। কেন এমনটা ঘটল, কীভাবে হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি তৈরি হল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা