Entertainment

আর কখনও রবীন্দ্রসংগীত, নজরুলগীতি গাইবেন না, পুলিশকে কথা দিয়েছেন হিরো আলম

তাঁর গান লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছয়। কিন্তু তাঁর গান যে বেসুরো তা মেনে নেন অনেকেই। তাতেও জনপ্রিয় হিরো আলম এবার পুলিশকে কথা দিয়ে এলেন।

তাঁর নাম কিন্তু সোশ্যাল মাধ্যমে সাবলীল মানুষজন অনেকেই জানেন। তিনি সবই গান। রবীন্দ্রসংগীত থেকে নজরুলগীতিও তিনি গেয়ে ওঠেন নিজের মত করে। যা শুনে সুর সম্বন্ধে সামান্য জ্ঞান না থাকা মানুষও মেনে নেন গান সুরে হচ্ছেনা। আর সেটাই হিরো আলমের বিশেষত্ব।

তিনি এসব গান ইন্টারনেটে প্রকাশ করে দেন। সেই গান লক্ষ লক্ষ মানুষ দেখেন। এ এক অন্য আনন্দ। আর সেটাই হিরো আলমকে জনপ্রিয়তার শীর্ষ তুলে নিয়ে গেছে। সম্প্রতি কিন্তু বাংলাদেশের সেই বিখ্যাত হয়ে ওঠা হিরো আলমকে পুলিশ আটক করে।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

ভোরবেলা তাঁকে বাড়ি থেকে নিয়ে যায় পুলিশ। প্রায় ৮ ঘণ্টা তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। হিরো আলমের দাবি পুলিশ তাঁকে মানসিক অত্যাচার করেছে। কিন্তু পুলিশের তরফে জানানো হয়েছে, হিরো আলমের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে।

বাংলাদেশের শিল্প সংস্কৃতির ধারা যথেষ্ট সমৃদ্ধ। সেখানে বহু প্রথিতযশা গায়ক গায়িকা গানকে অন্য মাত্রায় তুলে নিয়ে গেছেন। যা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। সেখানে এমন বেসুরো গানের জন্য অনেক সময়ই সমালোচনার মুখে পড়েন হিরো আলম।

পুলিশ বিষয়টি তাঁর সামনে তুলে ধরার পর হিরো আলম পুলিশকে কথা দিয়েছেন তিনি আর রবীন্দ্রসংগীত বা নজরুলগীতি গাইবেন না। সেইসঙ্গে পুলিশ তাঁকে অনুমতি না থাকা সত্ত্বেও পুলিশের পোশাক পরে অভিনয় করার জন্য অভিযুক্ত করে। সেক্ষেত্রেও হিরো আলম পুলিশকে কথা দিয়েছেন আর কখনও তিনি পুলিশের পোশাক পরে অভিনয় করবেননা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *