Health

পায়ের পাতা ফুলে যাচ্ছে, আলতো চাপে টোল খাচ্ছে, জানেন এ কোন বিপদের লক্ষণ

পায়ের পাতা অনেকের ফুলে যায়। লালচে দাগ আসে। চাপ দিলে টোল খায়। এমন কিছু দেখলে তা মামুলি সমস্যা বলে এড়িয়ে গেলে কিন্তু বিপদ বাড়বে। বলছেন চিকিৎসকেরা।

অনেকের পায়ের পাতা ফুলে যায়। লালচে হয়ে যায়। যেন মনে হয় চামড়ার তলায় রক্ত জমাট বেঁধেছে। এই ফোলা অংশে আঙুল দিয়ে আলতো চাপ দিলেই সেখানে টোল পড়ে। এটা পায়ের পাতা বলেই নয় গোড়ালিতেও এমনটা হতে পারে।

এক্ষেত্রে অনেকে বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চান না বা ঘরোয়া কোনও টোটকা ব্যবহার করে এই সমস্যা মেটাতে চান। সহজ কথায় এর জন্য চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন আছে বলে তাঁরা মনে করেননা।


কিন্তু এ ইঙ্গিত আদপে অশনি সংকেত। যা কার্যত একটি ভয়ংকর রোগের বহিঃপ্রকাশ। এমনটাই জানাচ্ছেন লখনউয়ের কিং জর্জেস মেডিক্যাল ইউনিভার্সিটি-র চিকিৎসকেরা।

নেফ্রোলজি বিভাগের প্রফেসর বিশ্বনাথ সিং জানাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই এমনটা হলে তা কিডনির সমস্যার ইঙ্গিত বহন করে। কিন্তু মানুষ বুঝতে পারেননা।


কিডনির সমস্যা চরম পর্যায়ে পৌঁছনোর পরই অধিকাংশ রোগী তা বুঝে চিকিৎসকের কাছে পৌঁছন। তখন তা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তাঁর ডায়ালিসিস ছাড়া উপায় থাকেনা।

কিন্তু এর আগাম ইঙ্গিতগুলি বুঝে যদি গোড়াতেই চিকিৎসা শুরু করা যায় তাহলে ডায়ালিসিস পর্যন্ত বিষয়টি সবসময় গড়ায় না। কিডনির সমস্যা জানার জন্য অত্যন্ত সহজ ২টি পরীক্ষা রয়েছে। যা খরচ সাপেক্ষও নয়।

এমনকি সরকারি হাসপাতালে তা বিনামূল্যেও হয় বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তাঁদের পরামর্শ পায়ের পাতা বা গোড়ালি ফুলতে থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button