Health

মোটা হয়ে যাওয়া দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে

মানুষের স্থূলতা বা সহজ করে বললে মোটা হয়ে যাওয়া এমন এক সমস্যা যা আর দৈহিক সমস্যাই নয়, এখন দেশের অর্থনৈতিক উন্নয়নেও বড় বাধা হয়ে উঠছে।

বিশ্বজুড়েই একটা শব্দ বহু মানুষকে ভোগাচ্ছে। ওবেসিটি বা স্থূলতা এমন এক সমস্যা যা ক্রমশ বেড়েই চলেছে। শিশুদের মধ্যে পর্যন্ত এই সমস্যা হুহু করে বাড়ছে। স্থূলতা এমন এক সমস্যা যা কেবল মানুষের দর্শনকেই প্রভাবিত করেনা, ডেকে আনে নানা অসুখও।

নারী হোক বা পুরুষ মোটা হয়ে গেলে তাঁর মনে হতে থাকে তাঁকে দেখতে খারাপ লাগছে। এটা একটা মানসিক সমস্যা তৈরি করে। সেই সঙ্গে স্থূলতার হাত ধরে শরীরে বাসা বাঁধে হৃদরোগ, রক্তচাপ বৃদ্ধি, এমনকি অনেক ধরনের ক্যানসার পর্যন্ত ডেকে আনে এই মোটা হয়ে যাওয়া।

হায়দরাবাদের কয়েকজন চিকিৎসক আরও একটি দিককে তুলে ধরেছেন। মোটা হয়ে যাওয়ার সমস্যা কেবল মানুষকে শারীরিক দিক থেকে অসুস্থ করে তোলা বা অযথা চিকিৎসার পিছনে অর্থ ব্যয়েরই কারণ হচ্ছেনা, সেইসঙ্গে দেশের অর্থনৈতিক উন্নয়নেও বাধার সৃষ্টি করছে।

মনে হতেই পারে মোটা হওয়ার সঙ্গে দেশের অর্থনীতির কি সম্পর্ক? সম্পর্ক রয়েছে বলেই মনে করছেন ওই চিকিৎসকেরা। তাঁদের মতে, দেশের মানুষের মধ্যে স্থূলতা বৃদ্ধির ফলে দেশে কাজের পরিবেশ খর্ব হচ্ছে। মানুষ মোটা হওয়ার কারণে বেশি কাজ করতে পারছেন না। তাঁরা মাঝেমাঝেই নানা কারণে অসুস্থ হয়ে পড়ছেন।

সঠিক চেহারার একজন সুস্থ মানুষ যত কাজ যত দ্রুত সারতে পারেন একজন স্থূলকায় মানুষের পক্ষে তা সম্ভব হচ্ছেনা। ফলে কাজের গতি কমছে। যা উৎপাদন কমিয়ে দিচ্ছে। কাজ সম্পূর্ণ হতে অনেক বেশি সময় নিচ্ছে।

এমনকি বহু কর্মক্ষম মানুষ কেবল মোটা হয়ে মৃত্যুর দিকে পর্যন্ত চলে যাচ্ছেন। ফলে দেশের মানবসম্পদের ক্ষতি হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে। যা আখেরে দেশের অর্থনৈতিক উন্নয়নকেই বাধা দিচ্ছে। প্রসঙ্গত খতিয়ান বলছে ভারতের মধ্যে সবচেয়ে কম স্থূলতার সমস্যা রয়েছে পূর্ব ভারতের মানুষের মধ্যে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

News Desk

নীলকণ্ঠে যে খবর প্রতিদিন পরিবেশন করা হচ্ছে তা একটি সম্মিলিত কর্মযজ্ঞ। পাঠক পাঠিকার কাছে সঠিক ও তথ্যপূর্ণ খবর পৌঁছে দেওয়ার দায়বদ্ধতা থেকে নীলকণ্ঠের একাধিক বিভাগ প্রতিনিয়ত কাজ করে চলেছে। সাংবাদিকরা খবর সংগ্রহ করছেন। সেই খবর নিউজ ডেস্কে কর্মরতরা ভাষা দিয়ে সাজিয়ে দিচ্ছেন। খবরটিকে সুপাঠ্য করে তুলছেন তাঁরা। রাস্তায় ঘুরে স্পট থেকে ছবি তুলে আনছেন চিত্রগ্রাহকরা। সেই ছবি প্রাসঙ্গিক খবরের সঙ্গে ব্যবহার হচ্ছে। যা নিখুঁতভাবে পরিবেশিত হচ্ছে ফোটো এডিটিং বিভাগে কর্মরত ফোটো এডিটরদের পরিশ্রমের মধ্যে দিয়ে। নীলকণ্ঠ.in-এর খবর, আর্টিকেল ও ছবি সংস্থার প্রধান সম্পাদক কামাখ্যাপ্রসাদ লাহার দ্বারা নিখুঁত ভাবে যাচাই করবার পরই প্রকাশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *