Health

ওমিক্রন সারলেও ছেড়ে যাচ্ছে অন্য সমস্যা, যা ক্রমশ বাড়ছে, বলছেন বিশেষজ্ঞেরা

এর আগেও করোনার অন্য রূপগুলির ক্ষেত্রে দেখা গেছে তা সেরে যাওয়ার পরও নানা শারীরিক সমস্যায় ভুগছেন রোগীরা। ওমিক্রনের ক্ষেত্রে একটি সমস্যা মাথাচাড়া দিচ্ছে।

এর আগেও করোনার আলফা, ডেল্টা সহ বেশ কয়েকটি রূপ দেখেছে বিশ্ব। সেসব করোনা প্রকার সেরে গেলেও তা ছেড়ে গেছে অন্য শারীরিক সমস্যা।

কাউকে হাড়ের ব্যথা ভুগিয়েছে বা ভোগাচ্ছে, কারো মস্তিষ্কে সমস্যা হচ্ছে, কারও কিডনি তো কারও লিভার তো কারও হৃদরোগের সমস্যা বেড়েছে।

এখন বিশ্বজুড়ে ওমিক্রন তাণ্ডব দেখাচ্ছে। এই ওমিক্রন থেকে অনেকে দ্রুত সেরেও উঠছেন। কিন্তু ওমিক্রনও একটা সমস্যা অনেকের ক্ষেত্রে ছেড়ে দিয়ে যাচ্ছে। যা ক্রমশ ওমিক্রন থেকে সেরে ওঠা রোগীদের ক্ষেত্রে বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, ওমিক্রন সেরে গেলেও তা একটা পিঠের ব্যথার জন্ম দিচ্ছে। যা থেকে যাচ্ছে দীর্ঘদিন। এই পিঠের ব্যথা একদম কোমর পর্যন্ত নামছে।

এর আগে ডেল্টা প্রকারের ক্ষেত্রে দেখা গিয়েছিল সংক্রমিত হলে স্বাদ, গন্ধ চলে যাচ্ছিল, কিন্তু পিঠে ব্যথা অতটাও হচ্ছিল না। ওমিক্রনের ক্ষেত্রে হচ্ছে ঠিক উল্টো।

পিঠের ব্যথা বাড়ছে কিন্তু স্বাদ বা গন্ধ হারাচ্ছে না। ফলে বিশ্বজুড়েই পিঠে ব্যথা ওমিক্রনের এক বড় চিন্তার কারণ হয়েছে। আর বিশেষজ্ঞেরা দেখেছেন এটা ক্রমশ ওমিক্রন রোগীদের ক্ষেত্রে বাড়ছে। এই সমস্যা থেকে কীভাবে রোগীদের মুক্ত করা যায় সে বিষয়টিও ভেবে দেখছেন চিকিৎসকেরা।

ওমিক্রন কিন্তু ভারতে তৃতীয় ঢেউ ডেকে এনেছে। যার প্রধান উপসর্গই হল নাক দিয়ে জল পড়া, কাশি, ক্লান্তি ও জ্বর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *