Health

অর্ধেক মামুলি ঠান্ডা লাগার ঘটনাই কিন্তু কোভিড, বলছেন বিশেষজ্ঞেরা

ঠান্ডা লাগা নিয়ে কেউ চিন্তা করেননা। একটু আধটু ঠান্ডা লাগা, গলা জ্বালা, সর্দি এসব তো লেগেই থাকে। কিন্তু তা আর মামুলি বোধহয় রইল না। অন্তত বিশেষজ্ঞদের তাই মত।

সিজন চেঞ্জ বা ঋতু পরিবর্তনের সময় তো বটেই, এমনকি অনেক সময় ঠান্ডা গরম থেকে বা ঠান্ডা লেগে সর্দি, কাশি মানুষের জীবনের সঙ্গে লেপ্টে আছে। এ নিয়ে কেউ ভেবে দেখেননা। কদিন থাকে। তারপর নিজে থেকেই সেরে যায়।

অথবা চিকিৎসকের পরামর্শে কয়েকটা ওষুধ খেতে হয় বড়জোর। তাই ঠান্ডা লাগাকে অনেকে রোগ বলেও মনে করেননা। জীবনে চলতে গেলে মাঝেমধ্যে তো ঠান্ডা লাগতেই পারে! কিন্তু সেই ঠান্ডা লাগাই এখন চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

ব্রিটেনের একদল বিশেষজ্ঞ জানাচ্ছেন, এখন ঠান্ডা লাগলেও তা অবহেলার নয়। তাঁদের দাবি, অর্ধেক ঠান্ডা লাগার ঘটনাই আদপে করোনা। ঠান্ডা লেগেছে ভেবে যাঁরা নিশ্চিন্তে রয়েছেন তাঁদের অর্ধেক মানুষ আদপে কোভিড আক্রান্ত।

গলা জ্বালা, নাক দিয়ে জল পড়া এবং মাথাব্যথা থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এমনকি করোনা পরীক্ষাও করিয়ে নিতে বলছেন তাঁরা।

ওমিক্রন ব্রিটেনে এক ভয়ংকর রূপ নিয়েছে। হুহু করে ছড়াচ্ছে ওমিক্রন সংক্রমণ। যার প্রাথমিক উপসর্গই হল ঠান্ডা লাগা। তাই কোনও ঝুঁকি না নিয়ে ঠান্ডা লাগলেই করোনা পরীক্ষা করিয়ে নিয়ে নিশ্চিত হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞেরা।

ব্রিটেনে কার্যত ঠান্ডা লাগার উপসর্গ গত এক সপ্তাহে বিস্ফোরণের মত ছড়িয়েছে। শুধু ব্রিটেন বলেই নয়, ইউরোপের অধিকাংশ দেশেই ওমিক্রন এক ভয়ংকর চেহারা নিয়েছে। প্রসঙ্গত ভারতেও ওমিক্রন সংক্রমণ বাড়ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *