Health

সূচ ছাড়াই হবে টিকাকরণ, আটকাবে করোনার নতুন নতুন প্রকারকে

নানা নয়া রূপে থাবা বসাচ্ছে করোনা। ভোল বদলে নতুন চেহারায় সামনে আসছে। এমন হয়তো আগামী দিনেও আসবে। তা রুখতে এবার সূচবিহীন টিকা আনার আয়োজন শুরু।

করোনা তার ধরণ বদলাচ্ছে। মিউটেশনের ফলে নয়া রূপে করোনা হাজির হচ্ছে। নতুন করে বিশ্বকে চিন্তায় ফেলছে। সংক্রমিত করছে বহু মানুষকে। তারই সাম্প্রতিকতম উদাহরণ হল ওমিক্রন।

করোনার নয়া রূপ ওমিক্রন এখন বিশ্বে অন্যতম ত্রাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। এমনই আগামী দিনেও আরও নতুন নতুন রূপে মানবসমাজে থাবা বসাতে পারে করোনা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এবার তাই এমন এক করোনা প্রতিষেধক টিকা আনার চেষ্টা হচ্ছে যা করোনার নয়া ধরণ এলেও তা থেকে মানুষকে রক্ষা করতে পারবে। এই নয়া টিকা আবার প্রদান করা হবে সূচ ছাড়া। একটি বিশেষ পদ্ধতিতে বাতাসের মাধ্যমে এই টিকাকরণ হবে।

এই নয়া সূচবিহীন টিকার ট্রায়াল পর্ব শুরু হয়েছে লন্ডনে। টিকাটির নাম দেওয়া হয়েছে ডিআইওএস-কোভ্যাক্স। এই টিকার ট্রায়াল পর্বে ১৮ বছর বয়স থেকে ৫০ বছর বয়সী স্বেচ্ছাসেবকদের নেওয়া হয়েছে।

ওমিক্রন রূপটি করোনার বর্তমান টিকাকে সেভাবে কাজ করতে দিচ্ছে না বলেই দাবি করা হচ্ছে। ফলে ২টি টিকা নিয়ে যাঁরা নিজেদের অনেকটা সুরক্ষিত ভেবে নিশ্চিন্ত হচ্ছিলেন তাঁদের কাছে এখন নয়া আতঙ্কের নাম ওমিক্রন।

এই পরিস্থিতিতে এই নয়া করোনা প্রতিষেধক টিকা আগামী দিনে শুধু কোভিড-১৯ বলেই নয়, করোনার সব ধরনের হানাকেই রুখে দিতে পারবে বলে মনে করছেন এই টিকার সঙ্গে যুক্ত গবেষকেরা।

ট্রায়াল পর্বে থাকা তাঁদের এই টিকাকে তাঁরা কেবল করোনার আরও একটি টিকা বলতে নারাজ। গবেষকদের মতে এটা আগামী দিনে করোনা ভাইরাসকে রোখার একটা বন্দোবস্ত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *