Health

চিন্তা বাড়িয়ে শিশুদের হাসপাতালে পাঠাচ্ছে ওমিক্রন

ওমিক্রন সংক্রামক হলেও তা হাসপাতালে পৌঁছে দিচ্ছেনা মানুষকে। এই প্রচলিত ধারনা ভেঙে গেল। একটি বিশেষ বয়সীদের ওমিক্রন হাসপাতালে পৌঁছে দিচ্ছে।

ওমিক্রন নিয়ে গোটা বিশ্ব সন্ত্রস্ত। বিশ্বজুড়ে ফের এক করোনার ঢেউ আছড়ে পড়া নিয়ে সকলেই চিন্তায়। নেওয়া হচ্ছে ছড়ানো রুখতে সবরকম ব্যবস্থা। কিন্তু তাতেও ছড়ানো রোখা যাচ্ছেনা।

এই অবস্থায় বিশেষজ্ঞেরা একটাই আশ্বাস দিচ্ছিলেন, ওমিক্রন প্রবলভাবে সংক্রামক হলেও তা প্রাণঘাতী নয়। মানুষকে হাসপাতাল পর্যন্তও পৌঁছে দেবেনা করোনার এই নয়া স্ট্রেন। কেবল কাবু করবে। সেটুকুই ছিল ভরসা। এবার সেখানেও বাধ সাধল একটি বিশেষ বয়সের শিশুদের বাস্তব পরিস্থিতি।

দক্ষিণ আফ্রিকায় দেখা যাচ্ছে ৫ বছরের নিচের শিশুদের ওমিক্রন হাসপাতালে পৌঁছে দিচ্ছে। ৫ বছরের কম বয়সীদের ওমিক্রন সংক্রমণ হলে তাদের অনেককেই হাসপাতালে ভর্তি করতে হচ্ছে।

এতদিন করোনা শিশুদের সেভাবে কাবু করতে পারছিলনা। অবশ্যই প্রায় সব দেশেই শিশুদের মধ্যে করোনা সংক্রমণ এতদিনে বারবার দেখা গেছে। কিন্তু সেটা সংখ্যায় কম ছিল। তাহলে কী এবার ওমিক্রন শিশুদের শরীরে বেশি প্রভাব ফেলবে? তা এখনও অবশ্য পরিস্কার নয়।


গত এক সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় হুহু করে বেড়েছে ওমিক্রন সংক্রমণ। তার মধ্যে সংক্রমিত ২ বছরের নিচের শিশুদের মধ্যে ১০ শতাংশ শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এদিকে হুহু করে দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন সংক্রমণ বেড়েই চলেছে। যা দেশে কার্যত চতুর্থ করোনা ঢেউ নিয়ে এসেছে।

দক্ষিণ আফ্রিকা প্রশাসন জানিয়েছে, শিশুরা ছাড়া ওমিক্রনে আক্রান্ত হয়ে যত মানুষ এখনও হাসপাতালে ভর্তি হয়েছেন তাঁদের অধিকাংশেরই টিকাকরণ হয়নি।

টিকাকেই ওমিক্রন থেকে রক্ষা পাওয়ার প্রথম দেওয়াল বলে মনে করছে প্রশাসন। দেশের সকলকে অবিলম্বে টিকা গ্রহণের আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button