Health

মাস্ক পরলে কতটা কমে সংক্রমণের ঝুঁকি, পরিস্কার করল গবেষণা

করোনা টিকা নেওয়া হোক বা না হোক, মাস্ক পরা আবশ্যিক। তাতে করোনা সংক্রমণের ঝুঁকি কমে। কিন্তু কতটা কমে, তার উত্তর এবার দিল একটি গবেষণা।

এখন রাস্তাঘাটে অনেককেই মাস্ক না পরে ঘুরতে দেখা যায়। যদিও সরকারের তরফে বারবার সতর্ক করে জানানো হচ্ছে মাস্ক ছাড়া রাস্তায় বের হওয়া উচিত নয়।‌

অনেকে আবার স্বস্তিতে ভুগছেন যে তাঁদের ২টি ডোজ যখন টিকার নেওয়া আছে তখন আর মাস্ক পরার দরকার নেই। কিন্তু এটা ভুল ধারণা। আর তা পরিস্কার করেছেন বিশেষজ্ঞেরা।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

কারণ মাস্ক করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। কিন্তু কতটা কমায়?‌ মাস্ক পরলে করোনা থেকে দূরে থাকার সম্ভাবনা কতটা? সেটাই এবার পরিস্কার করলেন অস্ট্রেলিয়া, ব্রিটেন এবং চিনের একদল গবেষক।

তাঁরা দীর্ঘ গবেষণার পর জানিয়েছেন মাস্ক পরলে একজনের ৫৩ শতাংশ কমে করোনা হওয়ার সম্ভাবনা। বিশ্বের বিভিন্ন প্রান্তে ৩০টি গবেষণা চালানোর পর অবশেষে তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

মুখে মাস্ক দেওয়ায় যেমন করোনার ঝুঁকি ৫৩ শতাংশ হ্রাস পায়, ঠিক তেমনই হাত ধোওয়ার ক্ষেত্রেও। করোনা থেকে দূরে থাকতে হাত ধোওয়ার কথা বারবার বলা হয়েছে।

এই হাত নিয়মিত ধুলেও ৫৩ শতাংশ কমে করোনার ঝুঁকি বলে জানিয়েছেন গবেষকেরা। আর সামাজিক দূরত্বে কতটা কমে ঝুঁকি?

গবেষকেরা জানিয়েছেন সামাজিক দূরত্ব বজায় রাখতে পারলে ২৫ শতাংশ কমে করোনা হওয়ার সম্ভাবনা। ফলে হাত ধোওয়া, মুখে মাস্ক রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে রাস্তায় ঘাটে চলাফেরা করা অবশ্যই করোনাকে দূরে রাখার বড় হাতিয়ার বলে ব্যাখ্যা করেছেন গবেষকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *